• বুন্দেসলিগা
  • " />

     

    হাতে ব্যান্ডেজ নিয়েই ফিরলেন বার্ত্রা

    হাতে ব্যান্ডেজ নিয়েই ফিরলেন বার্ত্রা    

    চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের আগে সেই বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি হওয়া বরুশিয়া ডর্টমুন্ড ডিফেন্ডার মার্ক বার্ত্রা সেদিনের পর থেকেই মাঠে ফেরার জন্য উদগ্রীব ছিলেন। গতকাল ডান হাতে ব্যান্ডেজ নিয়েই ওয়েডার ব্রেমেনের বিপক্ষে মাঠে নেমেছেন বার্ত্রা।

    বিস্ফোরণের পর ডান হাতে অস্ত্রোপচার করতে হয়েছে। এখনো ব্যান্ডেজ খোলা হয়নি। কিন্তু লিগের শেষ ম্যাচটা বেঞ্চে বসে দেখতে চাননি বার্ত্রা। পুরো ৯০ মিনিটই মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। বার্ত্রা বলছেন, এটা তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত, “এটা আমার পেশাদার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত। ওই বিস্ফোরণের ঘটনায় খুব কষ্ট পেয়েছি। অনেকদিন মাঠের বাইরেও থাকতে হয়েছে। এই ম্যাচটা তাই শুধু তিন পয়েন্টের ব্যাপার ছিল না আমার জন্য। ফুটবল খেলতে নামাটাই আসল ছিল। এটা করতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি।”

     

    ম্যাচটি ৪-৩ ব্যবধানে জিতে পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলা নিশ্চিত করেছে ডর্টমুন্ড। ম্যাচ শেষে বার্ত্রাকে ঘিরে উল্লাসটাও ছিল দেখার মতো। দর্শকরাও যোগ দিয়েছেন ফুটবলারদের সাথে।  তখন কান্নায় ভেঙে পরেন বার্ত্রা। এরকম দৃশ্যে কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন কোচ টমাস টুখেল, “ওই মুহূর্তটা সত্যিই বিশেষ কিছু ছিল। আজ বার্ত্রা আমাদের সাথে আবারো যোগ দিয়েছে। ব্যাপারটা দলের জন্য অনেক অনুপ্রেরণাদায়ক।”