• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'ফুটবল পন্ডিতরা সত্যটা স্বীকার করছেন না'

    'ফুটবল পন্ডিতরা সত্যটা স্বীকার করছেন না'    

    কম্যুনিটি শিল্ড আর ইএফএল কাপ জেতা হয়ে গেছে। বুধবার ইউরোপা লিগের ফাইনালে আয়াক্সের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের ছয় নম্বরে থেকে শেষ করতে চলা রেড ডেভিলদের এই মৌসুমটা ‘ব্যর্থ’ বলে রায় দিচ্ছেন অনেক ফুটবল বোদ্ধাই। আর তাঁদের একহাত নিয়ে ইউনাইটেড ম্যানেজার হোসে মরিনহো বলছেন এতো সাফল্যও যাঁদের চোখে পড়ে না তাঁদের সততা নিয়ে প্রশ্ন আছে।

     

    প্রিমিয়ার লিগে আশানুরূপ ফল করতে না পারার জন্য ক্লান্তিকর সূচিকেই দায়ী করে মরিনহো প্রশ্ন তুলছেন পন্ডিতদের চোখে কেন সেটা পড়ছে না, “মিডিয়ায় দেখছি যে কিছু পন্ডিত বুঝতে পারছেন না কেন আমাদের খেলোয়াড়রা ক্লান্ত। একজন পন্ডিত যদি নিরপেক্ষভাবে চিন্তা করতে না পারেন কিংবা দর্শকদের কাছে সত্য লুকোনোর চেষ্টা করেন তাহলে তিনি সৎ নন। এখন ম্যানেজার হিসেবে তাঁদের নিজেদের ক্যারিয়ার যদি ব্যর্থ হয়ে থাকে তাহলে তো আমার কিছু করার নেই।...আমাদের স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো সব এসে পড়েছে শেষ এক মাসে। গত দুই মাসে আমরা ১৬টা ম্যাচ খেলেছি। সেটার জন্য কি আমরা বাহবা পাই না? আমাদের সাফল্য-ব্যর্থতা কি সেই প্রেক্ষাপটে বিচার করা উচিত না?”

     

    গুরুত্বপূর্ণ সময়ে তাঁর দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার বিষয়টি উল্লেখ করে মরিনহো বলছেন তাঁর ছেলেদের আর কেউ কৃতিত্ব না দিক তিনি ঠিকই দেবেন, “এই দলটা কি প্রতিটা ম্যাচের প্রতিটা মুহূর্ত লড়াই করে নি? এই দলটা কি কম্যুনিটি শিল্ড আর লিগ কাপ জেতে নি? এরাই কি প্রিমিয়ার লিগের এক মৌসুমে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙে নি? এই দলটাই কি ইউরোপিয়ান ফাইনাল খেলতে যাচ্ছে না? আমি উঠে দাঁড়িয়ে বলতে চাই আমার ছেলেরা এ সবকিছুর জন্য অভিনন্দন পাওয়ার দাবীদার। এঁদের নিয়েই আমি স্টকহোমে ফাইনাল খেলতে যাব।