• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ওয়েঙ্গারের বিদায় চান না ফার্গুসন

    ওয়েঙ্গারের বিদায় চান না ফার্গুসন    

    ম্যাচ শেষে মলিন মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। পেছনে দর্শকসারিতে ‘ওয়েঙ্গার-আউট’ ব্যানার হাতে তাঁর বিদায়ের দাবিতে মুখর আর্সেনাল সমর্থকরা। আর্সেন ওয়েঙ্গারের এই ‘দুঃসময়ে’ তাঁর পাশে এসে দাঁড়ালেন সাবেক ইউনাইটেড কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ফার্গুসন বলছেন,  ওয়েঙ্গারের মতো কোচ ভবিষ্যতে কখনোই পাবে না আর্সেনাল।

     

    ১৯ বছর পর শীর্ষ চারের বাইরে থেকেই লিগ শেষ করল আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে না খেলতে পারার হতাশা ওয়েঙ্গারের মুখে স্পষ্টই ছিল। ফার্গুসন বলছেন, তাঁকে সরিয়ে দেওয়াটা কোনো সমাধান না, “এই মুহূর্তে তাঁর জন্য পরিস্থিতিটা বেশ জটিল। শুধু এটুকুই বলতে চাই, তাঁকে সরিয়ে দেওয়ার কথা বলাটা খুব সহজ। কিন্তু তাঁকে সরিয়ে কাকে আনবেন? আগামী ২০ বছরের জন্য কে আপনার ক্লাবকে এভাবে ধরে রাখবে? গত কয়েক মাস ধরেই নানা সমালোচনা শুনতে হচ্ছে তাঁকে। আমার মনে হয় না তাঁর মতো কোচ আর্সেনাল ভবিষ্যতে পাবে।”

    ওয়েঙ্গারের সাথে ভক্তদের এরকম আচরণে ব্যথিত ফার্গুসন, “তাঁর জন্য খুব খারাপ লাগছে। এত সমালোচনার মাঝেও তিনি অটল থেকেছেন। তিনি এই দীর্ঘ সময়ে দারুণভাবে সবকিছু সামলেছেন। অন্য কেউ এটা করতে পারত বলে মনে হয় না। কোচকে বরখাস্ত করলেই যে সাফল্য আসে এর কোনো প্রমাণ নেই।”