• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    একটুর জন্য বেঁচে গেলেন গার্দিওলার পরিবার

    একটুর জন্য বেঁচে গেলেন গার্দিওলার পরিবার    

    ২২ জন নিহতদের মধ্যে থাকতে পারতেন তাঁরা। থাকতে পারতেন আরও প্রায় পঞ্চাশের মতো আহতদের মধ্যেও। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন গার্দিওলার স্ত্রী ও কন্যারা। ম্যানচেস্টারে ভয়াবহ ওই হামলার সময় যে ঘটনাস্থলেই ছিলেন তাঁরা !

     

    মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে কাল এক ভয়াবহ হামলায় প্রাণহানি হয়েছে অনেকের। সেখানে গান শুনতে গিয়েছিলেন স্ত্রী ক্রিস্টিনা ও দুই মেয়ে মারিয়া ও ভ্যালেন্টিনা। কনসার্ট শেষের পর পরেই বোমা বিস্ফোরণ হয়েছে, ভাগ্যক্রমে অক্ষত থেকে গেছেন তিন জন। গার্দিওলা পরে টুইট করেছেন, ভয়াবহ এই হামলার নিজের উৎকন্ঠার কথা জানিয়েছেন। তবে সেখানে নিজের পরিবারের কোনো উল্লেখ নেই।

     

     

    এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড জানিয়েছে, হামলার কারণে কাল ইউরোপা লিগের আগে নির্ধারিত মরিনহোর সংবাদ সম্মেলনও হচ্ছে না। ক্লাবের অনুশীলন শুরুর আগে পালন করা হয়েছে নীরবতা। দুই ক্লাবই হামলায় আহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য একটা সাহায্যকেন্দ্র খুলেছে।