• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    পাকিস্তান তাহলে আসছেই

    পাকিস্তান তাহলে আসছেই    

    সফরটা একরকম চূড়ান্তই হয়ে ছিল। বাকি ছিল শুধু পাকিস্তান সরকারের সবুজ সংকেতের অপেক্ষা। কাল সেটিও হয়ে গেছে, এখন শুধু নিরাপত্তা তদারককারী দল এসে ঘুরে গেলেই চূড়ান্ত হবে পাকিস্তানের বাংলাদেশ সিরিজের সূচি। তবে সেটি শুধুই আনুষ্ঠানিকতা।

     

     

    সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ এপ্রিল শুরু হচ্ছে সিরিজ। এখন পর্যন্ত দুই টেস্ট, তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচশেষে পাকিস্তানের সিনিয়র মিডিয়া ম্যানেজার রাজা কিচলেউ স্বীকার করেছেন, "বাংলাদেশে পাকিস্তান দলকে নিয়ে বিরূপ ধারণার কারণে সরকারের একটু নেতিবাচক মনোভাব ছিল। কিন্তু আমরা সবসময় খেলাকে রাজনীতির বাইরে রাখতে চেয়েছি, সেজন্যই বাংলাদেশ সফরে আসতে আমরা রাজি হয়েছি। আমাদের নিরাপত্তা দল গিয়ে ওখানঅকার পরিস্থিতি জানানোর পর পরের অবস্থা আপনাদের জানাতে পারব।"

     

     

    বিসিবির মিডিয়া কমিটির চেয়ার জালাল ইউনুস জানিয়েছেন, "সামনের তিন-চার দিনের মধ্যেই সিরিজের সফরসূচি চূড়ান্ত করা হবে। আমরা ঢাকা, চট্টগ্রাম ও খুলনাকে ভেন্যু হিসেবে বিবেচনা করছি।" ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে সিটি কর্পোরেশন নির্বাচন, সেটি খেলার ওপর কোনো প্রভাব ফেলবেনা বলেই দাবি করলেন ইউনুস।