আরও দুই বছর থাকছেন ওয়েঙ্গার?
ক্লাবের সাথে চুক্তিটা শেষ হবে আগামী জুনে। কোচ হিসেবে আর্সেন ওয়েঙ্গারের ভবিষ্যৎ নিয়ে কম আলোচনা হয়নি। এবার জানা গেলো, আরও দুই বছরের জন্য আর্সেনালের সাথে চুক্তি করতে যাচ্ছেন ওয়েঙ্গার।
আজ ক্লাবের বোর্ড মিটিংয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলবেন ওয়েঙ্গার। ইএসপিএন জানিয়েছে, এই বিশেষ বৈঠকের আগেই দুই বছরের চুক্তির ব্যাপারে সম্মতি জানিয়েছেন তিনি। গতকাল আর্সেনালের প্রধান নির্বাহী ইভান গাজিদিসের সাথে দেখা করে এই ব্যাপারে কথা বলেছেন। ইভান জানিয়েছেন, আর্সেনালের সবচেয়ে বেশি স্টকের মালিক স্ট্যান ক্রোয়েনকেও নাকি চান ওয়েঙ্গার থাকুক। আজকের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আর্সেনাল কর্তৃপক্ষ।
মৌসুমের শুরু থেকেই ‘ওয়েঙ্গার আউট’ ব্যানারে প্রতিবাদ জানিয়ে আসছিল আর্সেনাল ভক্তরা। এফএ কাপ জেতার পর ওয়েঙ্গার বলেছিলেন, ভক্তদের ক্ষমা করে দিয়েছেন তিনি। তাঁর থাকা না থাকা ক্লাবের ওপরই নির্ভর করছে বলেও জানান।