• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অনুশীলনেই চলে গেলেন টিওটে

    অনুশীলনেই চলে গেলেন টিওটে    

    ১০-১১ মৌসুমের কথা। সেন্ট জেমস পার্কে নিউক্যাসেলের বিপক্ষে প্রথমার্ধেই ০-৪ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। বার্টন, বেস্টদের গোলে ব্যবধান ৪-৩ এ নামিয়ে আনলেও সমতাসূচক গোলের দেখাটাই পাচ্ছিল না ‘ম্যাগপাই’রা। ৮৮ মিনিটে ডানপ্রান্ত থেকে বার্টনের ফ্রিকিক হেড করে ক্লিয়ার করেন কসিয়েলনি। ভাসমান বলে দুর্দান্ত এক ভলিতে দলকে সমতায় ফেরান চিক টিওটে। প্রিমিয়ার লিগ ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা কামব্যাকের অন্যতম কুশীলব সেই টিওটে আকস্মিকভাবে পাড়ি জমালেন না ফেরার দেশে। বেইজিংয়ের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হার্ট অ্যাটাকে পরলোকে চলে গেছেন আইভরি কোস্টের এই মিডফিল্ডার।

     

    টিওটের এজেন্ট এমানুয়েল প্যালাডিনো বলেছেন, “আজকের ট্রেনিং করার সময় হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। চোখে মুখে পানি ছিটানোর পরও সাড়াশব্দ না পাওয়ায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পরপরই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন”। নিউক্যাসেলে সাত মৌসুম কাটানো টিওটের ক্যারিয়ার শুরু হয়েছিল বেলজিয়াম ক্লাব আন্ডারলেখটে। চলতি বছরের ফেব্রুয়ারীতে চীনের দ্বিতীয় সারির দল বেইজিং এন্টারপ্রাইজে যোগ দেন তিনি। আইভরি কোস্টের হয়ে ৫১ ম্যাচ খেলা টিওটে ’১০ এবং ’১৪ বিশ্বকাপেও খেলেছিলেন দ্রগবা, তোরেদের সাথে। ২০১৫ সালের আফ্রিকান কাপ অফ নেশন্স জেতা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

     

    টিওটের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটববিশ্বে। সাবেক ক্লাব নিউক্যাসেল, সতীর্থ পাপিস সিসে, টিম ক্রুল সহ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন অনেকেই। টুইটারে ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে দুঃখভারাক্রান্ত দেম্বা বা লিখেছেন, “আশা করি আল্লাহ তোমাকে জান্নাত নসীব করবেন”। নিউক্যাসেলের বর্তমান ম্যানেজার রাফা বেনিতেজও দুঃখ প্রকাশ করেছেন সংবাদমাধ্যমে। আগামীকালের ট্রেনিং-এর আগে টিওটের স্মরণে এক মিনিট নীরবতা পালনের কথাও জানিয়েছেন বেনিতেজ।