ইব্রাকে ছেড়ে দিল ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডে ইব্রাহিমোভিচের থাকা নিয়ে সংশয় জেগেছিল মৌসুম শেষ হওয়ার পর থেকেই। সেই জল্পনাই শেষ পর্যন্ত সত্যি হল। ইব্রাহিমোভিচকে নতুন চুক্তি না দিয়ে জুনের শেষেই এই সুইডিশ স্ট্রাইকারের সাথে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
পিএসজি থেকে গত মৌসুমে এক বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ওই চুক্তির সাথেই মেয়াদ বাড়িয়ে আরও এক বছর ইব্রাহিমোভিচকে ওল্ড ট্রাফোর্ডে রেখে দেয়ার সুযোগ ছিল ম্যান ইউনাইটেডের। কিন্তু সেই মেয়াদ না বাড়ানোয় এক মৌসুম পরই আরও একবার ক্লাববিহীন হয়ে পড়লেন সাবেক বার্সেলোনা ও এসি মিলান স্ট্রাইকার।
ম্যানইউনাইটেডে যোগ দেয়ার পর ৪৬ ম্যাচে ২৮ গোল করে ইব্রাহিমোভিচই ছিলেন রেড ডেভিলদের সর্বোচ্চ গোলদাতা। ইনজুরির কারণে ফাইনালে অংশ নিতে না পারলেও ইউরোপা লিগ জয়ে ইব্রাহিমোভিচের ভূমিকা ছিল বাকিদের চেয়ে একটু বেশিই। ৩৫ বছর বয়সী এই স্ট্রাইকারের সাথে নতুন করে চুক্তি না করার পেছনে অবশ্য কারণ হতে পারে ইব্রাহিমোভিচের ওই ইনুজুরিই। ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইনুজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ইব্রা। এরপর আর মাঠে নামা হয়নি। চলতি মাসেই অস্ত্রপচার হওয়ার কথা রয়েছে ইব্রার পায়ে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী অন্তত ২০১৮ সালের আগে মাঠে নামা হবে না ইব্রাহিমোভিচের।