আন্দ্রে সিলভাকে দলে নিল এসি মিলান
১২/০৬/২০১৭ঃ
যা কিছু রটছেঃ
মালিকানা বদলের পর দলবদলের মাঠে বড় কিছু খেলোয়াড়ের সাথে চুক্তি করার আশ্বাস দিয়েছিল এসি মিলানের নতুন হর্তা কর্তারা। চায়নিজ মালিক পক্ষ এরই মাঝে সেই আশ্বাসের প্রতিদান দিতে শুরু করেছেন। আজ পোর্তো থেকে মিলান দলে ভিড়িয়েছে আন্দ্রে সিলভাকে। পর্তুগিজ স্ট্রাইকারকে কিনতে ৩ কোটি ৮০ লক্ষ ইউরো খরচ করেছে এসি মিলান। মাতেও মুসাচিও, রদ্রিগেজ, কেসসির পর এটি এসি মিলানের নতুন মৌসুমের আগে চতুর্থ সাইনিং।
অন্যদিকে অলিম্পিক মার্শেই থেকে ম্যাথিউ ভালুবুয়েনাকে নিজেদের দলে নিয়েছে তার্কিশ দল ফেনারবাচে।
যা কিছু রটছেঃ
ফিলিপে কুতিনহোকে পেতে মাঠে নেমেছে বার্সেলোনা- এমন গুজবে প্রতিদিনিই সরব হচ্ছে ইউরোপের ফুটবল পাড়া। তবে ব্রাজিল কোচ তিতে কিন্তু এই খবরকে শুধুমাত্র গুজব বলে উড়িয়ে দিতে নারাজ! "কুতিনহোকে কে না পেতে চায়? বার্সেলোনার মতো দল তো তাঁকে পেতে মাঠে নামবেই!"- কুতিনহোকে নিয়ে বার্সার সাথে লিভারপুলের খেলাটা আরেকটু জমিয়ে দিয়েছেন কুতিনহোর জাতীয় দলের কোচ তিতে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল ডি গিয়াকে না পেয়ে জিয়ানলুইজি ডোনারুমার দিকে চোখ দিয়েছে রিয়াল মাদ্রিদ। তার একদিন পরই নিজের অবস্থান পরিষ্কার করে পরিস্থিতি ঘোলাটে করার সময় দেননি ডোনারুমা। এসি মিলানই তার ঠিকানা- বলে নিজের ক্লাবের প্রতি পূর্ণ আস্থার কথা জানিয়েছেন এই গোলরক্ষক।
নতুন কাউকে দলে ভেড়ানোর দৌড়ে তেমন সরব না হলেও, নিজেদের ঘর খালি করতে বেশ আগ্রহীই মনে হচ্ছে রিয়াল মাদ্রিদকে। আলভারো মোরাতার ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়াটা এখন মনে হচ্ছে আনুষ্ঠানিকতা মাত্র। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসও এরই মাঝে নতুন ক্লাবে মোরাতার সফল ভবিষ্যত কামনা করে তেমনটাই ইঙ্গিত করেছেন।
১১/০৬/২০১৭ঃ
যা কিছু ঘটছেঃ
গত মৌসুমে এরিক বায়িকে দলে ভেড়ানোর পর রক্ষণ অনেকটাই গুছিয়ে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে বিভিন্ন সময় ইনজুরির কারণে প্রথম একাদশে চারজন ডিফেন্ডার নামানোই মুশকিল হয়ে যেত হোসে মরিনহোর জন্য! মৌসুম শেষ করার সময়ই হয়ত মরিনহো ভেবে রেখেছিলেন একজন ডিফেন্ডার দিয়েই শুরু করবেন নিজের নতুন মৌসুমের কেনাকাটা!
বেনফিকা থেকে ভিক্টর লেন্ডেলফকে ওল্ড ট্রাফোর্ডে আনতে শীতকালীন দলবদলের মৌসুমেই একবার চেষ্টা করেছিলেন মরিনহো। সেবার না পারলেও এবার সফল ইউনাইটেড ম্যানেজার। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সুইডিশ এই ডিফেন্ডারকে কিনতে ৩ কোটি ৪০ লাখ ইউরো খরচ করতে হয়েছে রেড ডেভিলদের।
৬ ফুট ২ ইঞ্চির ২২ বছর বয়সী এই ডিফেন্ডার বেনফিকায় যোগ দিয়েছিলেন ১৭ বছর বয়সে। গত মৌসুম থেকেই বেনফিকার শুরুর একাদশে জায়গা পাকা করেছেন। জিতেছেন পর্তুগিজ লিগ ও কাপ। ম্যানচেস্টার ইউনাইটেডে মরিনহোর অধীনে নিজের পারফরম্যান্সটা প্রিমিয়ার লিগের সেরাদের কাতারেই নিয়ে যেতে চাইবেন সুইডিশ এই ডিফেন্ডার।
অন্যদিকে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও পিছিয়ে নেই দলবদলের দৌড়ে। সাবেক আর্সেনাল উইঙ্গার সার্জ ন্যাব্রিকে তিন বছরের জন্য ওয়ের্ডার ব্রেমেন থেকে দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুমের আগে এটি অবশ্য বায়ার্নের তৃতীয় সাইনিং। এর আগে হোফেনহাইম থেকে সেবেস্তিয়ান রুডি ও নিকলাস সুলেকে নিজেদের দলে নিয়েছে আনচেলত্তির দল।
যা কিছু রটছেঃ
দলবদলের বাজারে এখন পর্যন্ত ব্যস্ততম দলটার নাম ম্যানচেস্টার ইউনাইটেডে। ইব্রাহিমোভিচের সাথে নতুন চুক্তি না করার পর একজন স্ট্রাইকারের খোঁজে নেমেছে মরিনহোর দল। সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতার নামই। রিয়াল মাদ্রিদের হয়ে মোরাতার অভিষেক হয়েছিল মরিনহোর হাত ধরে। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তাই মোরাতার গুঞ্জণটা সময়ের সাথে প্রবল হচ্ছে আরও। মোরাতা আর ইউনাইটেড- দুই পক্ষের সম্মতি প্রদানের আনুষ্ঠানিকতাও নাকি শেষ! অবস্থাচিত্তে মনে হচ্ছে ব্যাপারটা এখন সময়ের!
ম্যানচেস্টার ইউনাইটেডের কেনাকাটার লক্ষ্য অবশ্য এখানেই থামছে না! ইন্টার মিলান থেকে ক্রোয়েশিয়ান উইঙ্গার ইভান পেরেসিচকে নাকি দলে ভেড়াতে আগ্রহী মরিনহো। তবে দাম-দর নিয়ে চলছে দুই পক্ষের মনোমালিন্য! ইন্টারের ৪ কোটি ৪০ লাখ ইউরোর দামের বিপরীতে পেরেসিচের জন্য ইউনাইটেড হাঁকছে সাড়ে তিন কোটির কাছাকাছি!
ইন্টারের প্রতিদ্বন্দ্বী এসি মিলান নতুন মালিকের অধীনে এরই মাঝে শুরু করে দিয়েছে দল গোছানোর কাজ! তবে এখন শঙ্কা ভর করেছে নিজেদের ঘর সামলানো নিয়েই। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দেয়া তথ্য অনুযায়ী গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার উপর চোখ পড়েছে রিয়াল মাদ্রিদের! ইউনাইটেডের সাথে ডেভিড ডি গিয়াকে নিয়ে দরদামে তেমন সাড়া না পাওয়ায় ইতালিয়ান এই গোলরক্ষকের দিকেই চোখ গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের- গুঞ্জণটা এমনই!