এবার মরিনহোর বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ
রোনালদোর কর ফাঁকি দেওয়ার খবরে বেশ কয়েকদিন ধরেই সরগরম স্প্যানিশ সংবাদমাধ্যম। এবার সাবেক মাদ্রিদ কোচ হোসে মরিনহোর বিরুদ্ধেও প্রায় সাড়ে তিন মিলিয়ন ইউরোর কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।
গতকাল মাদ্রিদের পাবলিক প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়, ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রায় ৩.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন তখনকার মাদ্রিদ কোচ মরিনহো। ২০১১ সালে ১.৬১১ মিলিয়ন এবং ২০১২ সালে কর ফাঁকির পরিমাণ ছিল ১.৬৯৩ মিলিয়ন ইউরো।
এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই অস্বীকার করেছেন মরিনহো। তাঁর এজেন্ট জর্জ মেন্ডেসের কোম্পানি গেস্তিফুটের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মরিনহো নিয়মিত কর দিয়েছেন, “এখনো মরিনহোর বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি। স্পেনের সরকার অথবা মাদ্রিদের পক্ষ থেকেও তাঁকে কোনো নোটিশ দেওয়া হয়নি। আর মরিনহো প্রায় ২৬ মিলিয়ন ইউরো কর দিয়েছেন ওই কয়েক বছরে।”