• সিরি আ
  • " />

     

    ফুটবলের মালদিনি এবার টেনিসে!

    ফুটবলের মালদিনি এবার টেনিসে!    

    এসি মিলানে কাটিয়েছেন ৩১ বছর। পেশাদার ক্যারিয়ারে বছর হিসেব করলে দাঁড়ায় ২৪। ক্লাবের হয়ে ৫ বার জিতেছেন ইউরোপর সেরার মুকুট। স্কুডেট্টোও জিতেছেন ৭ বার। ইতালির কিংবদন্তী ডিফেন্ডার পাওলো মালদিনি বুটজোড়া তুলে রেখছেন ২০০৯ সালে। ফুটবলকে বিদায় বলেছেন ঠিকই, তবে খেলা ছাড়েননি। মন দিয়েছেন টেনিসে। তবে শখের বশে নয়, রীতিমত এটিপি ট্যুর খেলে বেড়াচ্ছেন মালদিনি!



    ফুটবলের মতো টেনিসেও সাফল্য ধরা দিয়েছে মালদিনির কাছে। ৪৮ বছর বয়সী এই ইতালিয়ান এখন একজন পেশাদার টেনিস খেলোয়াড়! টেনিসের পেশাদার টুর্নামেন্ট 'এটিপি চ্যালেঞ্জ ট্যুরে' জায়গা করে নিয়েছেন। পেশাদার টেনিসের সর্বোচ্চ স্তর 'এটিপি ওয়ার্ল্ড ট্যুরের' পরই অবস্থান চ্যালেঞ্জ ট্যুরের। বোঝাই যাচ্ছে, বয়স ৪৮ হয়ে গেলেও টেনিসটাও খেলছেন ফুটবলের মতোই! 

    ২০০৯ সালে ফুটবলকে বিদায় বলার পরই টেনিসে মন দেন মালদিনি। লান্ডোনিও (৪৬) নামে আরেক ইতালিয়ান টেনিস খেলোয়াড় ছিলেন মালদিনির কোচ। এই দু'জন মিলেই অর্জন করেছেন পেশাদার টেনিস খেলোয়াড়ের সার্টিফিকেট। লান্ডোনিও ও মালদিনি  জুটিকে চলতি মাসেই দেখা যাবে এটিপি চ্যালেঞ্জ ট্যুরের কোর্টে। ততোদিনে মালদিনির বয়সটাও হয়ে যাবে ৪৯। তাতে কি?  ফুটবলের মতো টেনিসেও তো বয়সকে দেখাচ্ছেন বুড়ো আঙুল।