লিভারপুলে যোগ দিলেন সালাহ
যা কিছু ঘটছেঃ
* রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন মিডফিল্ডার মোহাম্মাদ সালাহ। দলবদলের শুরু থেকেই সালাহর লিভারপুলে যোগ দেয়ার গুঞ্জণ ছিল। শেষ পর্যন্ত আজ সত্যি হল তা। মিশরীয় উইঙ্গারের জন্য ৩৯.৯ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে লিভারপুলকে। ইংল্যান্ডে অবশ্য এর আগেও খেলেছেন সালাহ। চেলসির হয়ে মৌসুমে খেলেছিলেন মাত্র ১৩ ম্যাচ।
নতুন ক্লাবে এরই মাঝে ঠিক হয়ে গেছে সালাহর জার্সি নম্বরও। পেছনে ১১ লেখা জার্সি পরে মাঠে নামবেন তিনি। সালাহকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত কোচ ইয়ুর্গেন ক্লপও। নতুন এই উইঙ্গারের সংযোজন লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বী দল হিসেবে পরিণত করেছে বলে মনে করেন জার্মান কোচ।
* সাম্পদরিয়া থেকে স্ট্রাইকার প্যাট্রিক শিককে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। ২১ বছর বয়সী চেক প্রজাতন্ত্রের এই ফরোয়ার্ড এরই মাঝে পার করেছেন মেডিকেল।
যা কিছু রটছেঃ
* আলভারো মোরাতার ম্যান ইউনাইটেডে যোগ দেয়ার গুঞ্জণ অবশ্য এখনও বাস্তবে রূপ নেয়নি। তবে মোরাতা দল ছাড়লে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদের প্রথম পছন্দের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।
* মোনাকো থেকে মিডফিল্ডার বাকায়োকো নিজেদের দলে ভেড়াতে চায় চেলসি।
* প্রাক-মৌসুম শুরুর আগেই ইভান পেরিসিচকে দলে ভেড়াতে চাইছেন জোসে মরিনহো।
* দানি আলভেজ দল ছাড়ার সম্ভাবনায় নতুন রাইটব্যাক খোঁজা শুরু করেছে জুভেন্টাস। চোখ পড়েছে ম্যান ইউনাইটেড রাইটব্যাক মাত্তেও ডারমিয়ান ওপর। কিন্তু জুভেন্টাসের কাছ থেকে ২০ মিলিয়ন ইউরোর বেশি দাবি করছে ইউনাইটেড।
* ম্যানচেস্টার সিটি থেকে সামির নাসরিকে দেয়া হয়েছে চায়নিজ লিগে খেলার প্রস্তাব। সাংহাই শেনহুয়ার হয়ে খেললে সাপ্তাহিক ৩ লাখ ১৩ হাজার ডলার পারিশ্রমিক পাবেন নাসরি।
* বিভিন্ন সূত্রমতে ওসমান ডেম্বেলে বার্সেলোনার সাথে ৫ বছরের চুক্তির ব্যাপারে আগ্রহ জানিয়েছেন। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে কিনতে বার্সার কতো খরচ হবে তা অবশ্য অজানাই রয়ে গেছে।