ডোনারুমাকে মনের কথা শুনতে বললেন বুফন
তাঁর মাঝে বুফনের ছায়া দেখতে পান অনেকেই। সম্প্রতি ক্লাব ছাড়া নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এসি মিলানের তরুণ গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। বুফন জানিয়েছেন, দলবদলের ব্যাপারে তিনি ডোনারুমাকে নিজের মনের কথাই শুনতে বলেছেন।
বুফন মনে করেন, যেখানে ডোনারুমা সুখী হবেন ওখানেই তাঁর খেলা উচিত, “আমি উপদেশ দিতে পছন্দ করি না। কারণ আমি নিজেই অনেক ভুল করি, তাই অন্য কাউকে কিছু বলি না। ডোনারুমার সাথে ১৫ মিনিটের মতো কথা হয়েছিল। আমাদের মাঝে কী কথা হয়েছে সেটা তো বলতে পারব না। জানি না ভবিষ্যতে সে মিলানে থাকবে কী না। আমি শুধু তাঁকে এটাই বলেছি, যেখানে সে সুখী হয় সেখানেই খেলতে। সুখী হওয়াটাই আসল ব্যাপার।”
মিলানের সাথে চুক্তি শেষ হচ্ছে আগামী মৌসুমে। ডোনারুমা জানিয়েছেন, তিনি এই চুক্তি নবায়নে ইচ্ছুক নন। এর পর থেকেই তাঁকে দলে ভেড়ানোর জন্য ইউরোপের বড় বড় ক্লাবের তোড়জোড় শুরু হয়ে গেছে। গুঞ্জন উঠেছে, মাদ্রিদ নাকি এরই মাঝে তাঁকে মোটা অংকের বেতনের প্রস্তাবও দিয়েছে। যদিও মিলান ভক্তরা এটাকে ভালোভাবে নিতে পারেননি। এক ম্যাচে তো ডোনারুমার দিকে নকল টাকাও ছুড়ে মেরেছে কিছু ক্ষুদ্ধ ভক্ত!