• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    অ্যাস্টন ভিলায় যোগ দিলেন টেরি

    অ্যাস্টন ভিলায় যোগ দিলেন টেরি    

    ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন সাবেক ইংল্যান্ড ও চেলসি অধিনায়ক জন টেরি। ভিলা চেয়ারম্যান টনি জিয়া নিজেই টুইট করে নিশ্চিত করেছেন এই খবর। নতুন ক্লাবের সাথে এক বছরের চুক্তি করেছেন টেরি।



    ১৪ বছর বয়সে চেলসিতে যোগ দেয়ার পর গত মৌসুম শেষে চেলসিকে বিদায় বলেছেন। এরপর থেকেই টেরির নতুন ক্লাব নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্লাবের নামই অবশ্য শোনা যাচ্ছিল বেশি। কিন্তু গত সপ্তাহে টুইটারে ম্যানেজার স্টিভ ব্রুসের সাথে গলফ খেলার সময় ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই অ্যাস্টন ভিলা কেন্দ্রিক গুজব শক্তিশালী হচ্ছিল সময়ের সাথেই।  জন টেরিকে দলে ভেড়াতে সাবেক ইংলিশ কোচ স্টিভ ব্রুসের অবদানই বেশি মানছেন অনেকেই।

    চেলসির হয়ে ৫ বার প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতেছেন। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ- বাদ যায়নি কোনো শিরোপাই। ৩৬ বছর বয়সে এসেও নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। এবার টেরির সামনে দুই মৌসুম আগে অবনমিত হওয়া অ্যাস্টন ভিলাকে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষস্তর প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনার লড়াই। এর আগে অবশ্য চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলার অভিজ্ঞতা আছে টেরির। ১৯৯৯-০০ মৌসুমে ধারে নটিংহ্যাম ফরেস্টের হয়ে খেলেছিলেন এক মৌসুম।