'চেলসিকে এড়ানোর জন্যই ভিলায় গেছেন টেরি'
গত মৌসুম শেষে চেলসিকে বিদায় বলেছেন। এরপর থেকেই জন টেরির নতুন ক্লাব নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। শেষ পর্যন্ত ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের দল অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগের ক্লাব সোয়ানসি সিটির কোচ পল ক্লেমেন্ট বলছেন, মাঠে চেলসির মুখোমুখি হতে চান না বলেই প্রিমিয়ার লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন টেরি।
চেলসি থেকে বিদায় নেওয়ার ঘোষণার পর গুঞ্জন উঠেছিল, সোয়ানসি অথবা বোর্নমাউথে যোগ দিতে পারেন টেরি। এক সময় চেলসির সহকারী কোচের কাজ করা ক্লেমেন্ট মনে করেন, চেলসির বিপক্ষে মাঠে নামতে চাইছেন না টেরি, “আমার মনে হয় সে চেলসির মুখোমুখি হতে চায় না। ২২ বছরের সম্পর্কটা অনেক গভীর, এটা হয়তো আমরা সবাই বুঝি। আমি তাঁকে ১৬ বছর বয়স থেকে চিনি। প্রিমিয়ার লিগের কোনো দলে যোগ দিলে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হতো টেরিকে। এজন্যই হয়তো সে চ্যাম্পিয়নশিপের দলকে বেঁছে নিয়েছে।”
অ্যাস্টন ভিলায় যোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানান ক্লেমেন্ট, “টেরি অ্যাস্টন ভিলায় গিয়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। ভিলা অনেক ভালো ক্লাব, তাঁদের কোচও দারুণ। ক্লাবের অবকাঠামোও ভালো, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেখানে। আসলে খেলা চালিয়ে যাওয়া এবং একই সাথে চেলসির মুখোমুখি না হওয়ার জন্যই এই ক্লাবে যাওয়া। সবসময় তাঁর ভালো চেয়েছি। তাঁর জন্য শুভকামনা।”