• আইসিসি বিশ্বকাপ ২০১৫
  • " />

     

    যত কাণ্ড বিশ্বকাপে

    যত কাণ্ড বিশ্বকাপে    

    ঘটন-অঘটন, আনন্দ-বেদনায় কেটে গেল ৪৫ দিনের ক্রিকেট উৎসব। প্রথমবারের মতো দেশের মাটিতে ক্রিকেট বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ঠিক কি কারণে ২০১৫ বিশ্বকাপকে মানুষ আলাদাভাবে মনে রাখবে? স্মৃতির ভেলায় ভেসে সেসব একনজর দেখে আসা যাক।

     

     

    অধিনায়কের আগ্রাসন

     

     

    আক্রমণাত্মক অধিনায়কত্বের নতুন সংজ্ঞা যেন বিশ্বকাপে নতুন করে লেখালেন ব্রেন্ডন ম্যাককালাম। ওয়ানডে ক্রিকেটে শেষ কবে ৩ স্লিপ নিয়ে কোনো দল নেমেছিল সেটা মনে করতে হলে জেরবার হতে হবে।

     

    আজকের ফাইনালেও বোল্টের জন্য চার স্লিপ নিয়ে ফিল্ডিং সাজালেন ম্যাককালাম

     

    শেষ কবে স্ট্রাইক বোলার টানা ১০ ওভার বল করেছিল সেটাও একটা কঠিন প্রশ্ন। নিউজিল্যান্ড অধিনায়ক ম্যাককালাম দেখিয়েছেন, আক্রমণই তাঁর শেষ কথা। এই বিশ্বকাপেও রান আটকে রাখার চেয়ে উইকেট নেওয়ার দিকেই বেশি মনযোগ দিয়েছেন, ৩৫০ এর বেশি রান নিয়েও আপোস করেননি আগ্রাসী মনোভাবের সাথে। ওয়ানডে ক্রিকেটের বিবর্তনে ম্যাককালামের এই অধিনায়কত্ব নিশ্চিতভাবেই নতুন একটা অধ্যায় লিখে দিয়েছে।

     

     

    বাঁহাতিদের বিশ্বকাপ

     

     

    ১৯৯২ বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৮ উইকেট নিয়েছিলেন ওয়াসিম আকরাম। ফাইনালে এক ওভারেই নিয়েছিলেন ২ উইকেট, হয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় ফিরে আবারও বাঁহাতিদের জয়জয়কার। টুর্নামেন্টের সবচেয়ে বেশি ২২ উইকেট যৌথভাবে দুজন বাঁহাতির, মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্টের।  স্টার্ক হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট।

     

    মিচেল স্টার্ক (বাঁয়ে) ও ট্রেন্ট বোল্ট

     

    আর ফাইনালটাও নিজের করে নিয়েছেন আরেক বাঁহাতি পেসার জেমস ফকনার। ৩ উইকেট নিয়ে (যার দুইটিই এক ওভারে) হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। আরেক বাঁহাতি পেয়ার ওয়াহাব রিয়াজও করেছেন টুর্নামেন্টের সেরা স্পেলগুলোর একটি। শেষ দুই ম্যাচে এসে নিজের জাত চিনিয়েছেন মিচেল জনসন। এই টুর্নামেন্ট তো বাঁহাতিদেরই!

     

     

    চার-ছক্কার ফুলঝুরি

     

     

    বিশ্বকাপে এখন পর্যন্ত এক আসরে সবচেয়ে বেশি রান হয়েছে এবারেই (২৩৫৩১)। আগের দুই বিশ্বকাপের চেয়ে দুই হাজার রান বেশি হয়েছে এবার। চার-ছক্কার হিসেবেও এই বিশ্বকাপ যোজন যোজন এগিয়ে, এক ক্রিস গেইল একাই মেরেছেন ২৬টি ছয়।

     

     

    এবি ডি ভিলিয়ার্স মেরেছেন ২১টি ছয়, মার্টিন গাপটিল মেরেছেন ১৭টি। অথচ গত বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মেরেছিলেন রস টেলর, ১৪টি।

     

     

    রেকর্ড আর রেকর্ড

     

     

    একটা বিশ্বকাপে কি এর চেয়ে বেশি রেকর্ড হওয়া সম্ভব? কুমার সাঙ্গাকারার টানা চার সেঞ্চুরির রেকর্ড ভাঙতে হয়তো আরো অনেকদিন লাগবে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের ইনিংস নতুন করে লিখিয়েছেন মার্টিন গাপটিল, অস্ট্রেলিয়া করেছে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড (আফগানিস্তানের সঙ্গে ৪১৭)।

     

    বিশ্বকাপে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন রেকর্ডের পর মার্টিন গাপটিল

     

    ক্রিস গেইলের এক ইনিংসে সবচেয়ে বেশি ছয়, সবচেয়ে বড় ব্যবধানে জয় (আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার), এক ম্যাচে সবচেয়ে বেশি রান (অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের ৬৮৮ রান)...। এরকম আরও অনেক রেকর্ডই দেখেছে এই বিশ্বকাপ।