মোরাতার বদলে ইউনাইটেডে লুকাকু?
৬/৭/২০১৭
যা কিছু রটছে
ইউনাইটেডে লুকাকু?
হঠাৎ করেই যেন বদলে গেল দাবার ছক। আলভারো মোরাতাকে ভেড়ানর জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দেন দরবার চলছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু এখন জানা যাচ্ছে, রোমেলু লুকাকে দলে ভেড়ানোর ব্যাপারে এভারটনের সঙ্গে সমঝোতা হয়ে গেছে ইউনাইটেডের। ২৪ বছর বয়সী এই স্ট্রাইকারের জন্য ইউনাইটেডকে খরচ করতে হচ্ছে ৭৫ মিলিয়ন পাউন্ড। যদিও স্কাই স্পোর্টস পরে আবার জানিয়েছে, এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।
মোরাতাকে আনার ব্যাপারে রিয়াল-ইউনাইটেডের কথা অনেক দূর এগিয়ে গিয়েছিল, এরকমই শোনা যাচ্ছিল। কিন্তু স্কাই স্পোর্টস জানাচ্ছে, রিয়াল ৮০ মিলিয়ন পাউন্ডের কমে রাজি হচ্ছে না। আর ইউনাইটেডও এত টাকা খরচ করতে চাচ্ছে না। শেষ পর্যন্ত ইউনাইটেড দলে আনছে লুকাকুকে। এভারটন অবশ্য এই স্ট্রাইকারকে ছাড়তে চাইছিল না, কিন্তু ৭৫ মিলিয়ন পাউন্ডে শেষ পর্যন্ত রাজি হয়েছে। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আর মোরাতার ব্যাপারেও দর কষাকষি বন্ধ করে দিয়েছে ইউনাইটেড।
তবে এই চুক্তির সঙ্গে রুনির এভারটনে ফিরে যাওয়ার কোনো সম্পর্ক নেই। রুনির পুরনো ক্লাবে যাওয়ার ব্যাপারে আলাদা করেই কথা হচ্ছে দুই ক্লাবের।
যা কিছু ঘটছে
আর্সেনালে লাকাজাতে
অনেক দিন ধরেই একজন স্ট্রাইকারের জণ্য হাপিত্যেশ করছিল আর্সেনাল। শেষ পর্যন্ত আলেকজান্ডার লাকাজাতেকে লিঁও থেকে দলে ভিড়িয়েছে। এর মধ্যে আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেছে। ধারণা করা হচ্ছে, লাকাজাতেকে আনার জন্য খরচ করতে হয়েছে ৫২ মিলিয়ন পাউন্ড। সেটা হলে নতুন একটা রেকর্ডই গড়েছে আর্সেনাল।
অ্যাটেলেটিকো থেকে রিয়ালে থিও
ফাবিও কোয়েন্ত্রাওকে স্পোর্টিং লিসবনে ধারে পাঠানোর একদিনের মাঝেই নতুন একজন লেফটব্যাক দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ১৯ বছর বয়সী থিও হার্নান্দেজের সাথে ছয় বছরের চুক্তি করেছে চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।
তোরেস অ্যাটলেটিকোতেই
ধারণা করা হচ্ছিল, এই মৌসুমে স্পেন থেকে অন্য কোথাও যেতে পারেন। তবে সেই গুঞ্জনে জল ঢেলে আরও এক বছর অ্যাটলেটিকোতেই থেকে যাচ্ছেন ফার্নান্দো তোরেস। ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ স্ট্রাইকার অ্যাটলেটিকোর দ্বিতীয় দফায় করেছেন ২৮ গোল। তবে গ্রিজমান ও গামেইরোর জন্য খেলার সুযোগটা পাচ্ছেন না নিয়মিত।