• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ব্রাজিলকে টপকে শীর্ষে জার্মানি

    ব্রাজিলকে টপকে শীর্ষে জার্মানি    

    কনফেডারেশনস কাপ জয়ের পর এবার ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থানেও ফিরল জার্মানি। বিশ্বকাপ জয়ের পর প্রায় এক বছর শীর্ষস্থানে ছিল জার্মানরা। এরপর এবারই প্রথম এক নম্বর স্থানে জোয়াকিম লো এর দল। জার্মানিকে জায়গা করে দিতে দুইয়ে নেমে গেছে পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। 

    নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ১৬০৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর জার্মানির পয়েন্ট ১৬০৯। পরের স্থানে থাকা আর্জেন্টিনা অবশ্য এই দুই দলের চেয়ে অনেকটাই পিছিয়ে। ১৪১৩ পয়েন্ট আর্জেন্টিনার অবস্থান তিনে। 

    আগেরবার চারে থাকা চিলি নেমে গেছে অনেকটাই। সাত নম্বরে স্থান ভিদাল, সানচেজদের। আর তাঁদের জায়গায় ১৩৩২ পয়েন্ট নিয়ে উত্তরণ হয়েছে ইউরোজয়ী পর্তুগালের।

    শীর্ষ দশে জায়গা হয়নি স্পেনের। ১১ নম্বরে আছে ২০১০ বিশ্বকাপজয়ীরা। অন্যদিকে নিজেদের ইতিহাসের সেরা অবস্থানে আছে পোল্যান্ড। ৬ নম্বরে আছে তারা।   


    গত মাসে না খেললেও বাংলাদেশ র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে। ৬০ পয়েন্ট নিয়ে ১৯০ এ ঠাঁই হয়েছে বাংলাদেশের।