• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চেলসিতে নয়, লুকাকু ইউনাইটেডে

    চেলসিতে নয়, লুকাকু ইউনাইটেডে    

    বেশ একপ্রস্থ নাটকই হয়ে গেল। রোমেলু লুকাকু ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির দড়ি টানাটানি জমে উঠেছিল বেশ। শেষ পর্যন্ত গুজবে জল ঢেলে ইউনাইটেড জানাল, লুকাকুর ব্যাপারে এভারটনের সঙ্গে চুক্তি হয়ে গেছে তাদের। এখন বেতন নিয়ে সমঝোতা হলে কালই আসতে পারে দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা।

     

    হুট করেই পরশু ব্রিটিশ সংবাদমাধ্যম জানাল, রোমেলু লুকাকুকে দলে ভেড়ানোর জন্য এভারটনের সঙ্গে সমঝোতা হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭৫ মিলিয়ন পাউন্ডের একটা অঙ্কও ঠিক হয়ে গেছে। কিন্তু খানিক পরেই আবার স্কাই স্পোর্টসসহ অন্যান্য সংবাদ মাধ্যম জানাল, এভারটন তখনো সেরকম কিছু স্বীকার করেনি। তবে ইউনাইটেডের পক্ষ থেকে আভাস দিয়ে রাখা হয়েছিল, চুক্তিটা হয়ে গেছে যে কোনো সময়।

    তবে আসল নাটক শুরু হয় কাল রাতে। ব্রিটিশ সংবাদমাধ্যম জালান, লুকাকুর জণ্য ইউনাইটেডের ৭৫ মিলিয়ন পাউন্ডের সমান প্রস্তাব দিয়েছে চেলসিও। কিন্তু চেলসি আবার এজেন্ট মিনো রাইওলার ১০ মিলিয়ন পাউন্ড ফিটা দেবে না। ইউনাইটেড অবশ্য সেটা দিতে রাজি ছিল। তার মানে লুকাকুর সামনে পথ ছিল দুইটি। ইউনাইটেডে যোগ দিলে সেটা হতো এজেন্ট সহ সব পক্ষের জন্য লাভ। আর নইলে ফিরে যেতে হতো নিজের পুরনো ক্লাব চেলসিতে।

    শেষ পর্যন্ত লুকাকু প্রথম পথটাই বেছে নিলেন। ওয়েইন রুনিও সেই সঙ্গে এভারটনে ফিরে যাচ্ছেন। সব মিলে ইউনাইটেডকে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি খরচ করতে হবে শোনা যাচ্ছে।