• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পাকিস্তানে খেলছেন রোনালদিনহো, গিগসরা

    পাকিস্তানে খেলছেন রোনালদিনহো, গিগসরা    

    সেভেন এ সাইড প্রদর্শনী ম্যাচ খেলতে পাকিস্তানে গিয়েছেন রোনালদিনহো ও রায়ান গিগস। আজ ও আগামীকাল করাচি ও লাহোরে পাকিস্তান দলের সাথে খেলার কথা রয়েছে তাঁদের। 



    রোনালদিনহো অ্যান্ড ফ্রেন্ডস নামের সাতজনের দলে সাবেক ফ্রেঞ্চ ফুটবলার রবার্ট পিরেস, নিকোলাস আনেলকার সাথে ইংলিশ গোলরক্ষক ডেভিড জেমসও আছেন। বাকিদের সাথে আজ পাকিস্তানে পা না রাখলেও, পরের ম্যাচ খেলতে যোগ দেয়ার কথা রয়েছে রবার্তো কার্লোসেরও।

    ২০০৯ সালে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের ফুটবলও একরকম নির্বাসিত। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও হয়নি ওই ঘটনার পর। ফিফা র‍্যাংকিংয়ে ২০০ নম্বরে থাকা পাকিস্তানে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছে ওয়ার্ল্ড গ্রুপ নামে এক প্রতিষ্ঠান।  

    বিশ্বের নামী-দামী সব ফুটবলারদের সাথে একই মাঠে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত পাকিস্তানি ফুটবলাররাও। অধিনায়ক কলিমুল্লাহ খান যেমন বলেই ফেলেছেন। এমন কিছু ঘটবে তা স্বপ্নেও ভাবতে পারেননি তাঁরা। রোনালদিনহো, গিগসদের খেলা দেখেই বেড়ে উঠেছেন। নিজেদের ঘরের মাঠে তাঁদের সাথে ফুটবল খেলতে পারা তো ভাগ্যেরই ব্যাপার!  

    দু'শর ঘরে পা না  রাখলেও বাংলাদেশের ফুটবলেও চলছে সাফল্যখরা। এর আগে ভারতে নিয়মিতই এসেছেন বিদেশী ফুটবলাররা। খেলে গেছে বায়ার্ন মিউনিখও। আইএসএল এর সংযোজন তো বদলেই দিয়েছে ভারতীয় ফুটবল। বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এমন কোনো উদ্যোগ নেয়ার সম্ভাবনা অবশ্য কমই!