"মরিনহোর দলে যোগ দিতে দুবার ভাবতে হয়নি"
২০১১ তে চেলসিতে যোগ দিয়েছিলেন রোমেলো লুকাকু। লন্ডনের ক্লাবের হয়ে অবশ্য খুব বেশি খেলার সুযোগ মিলত না। বেশিরভাগ সময় ধারে খেলেই পার করেছেন চেলসি ক্যারিয়ারটা। দ্বিতীয় দফায় চেলসির ম্যানেজার হিসেবে মরিনহো যোগ দেয়ার পরই পাকাপাকিভাবে এভারটনে পাড়ি জমাতে হয়েছিল লুকাকুকে। এবার দলবদলের শুরু থেকেই লুকাকুর দিকে নজর ছিল তাঁর সাবেক ক্লাব চেলসি আর মরিনহোর ইউনাইটেডের। দুই দলের প্রস্তাব থেকে শেষ পর্যন্ত লুকাকু নিজেই বেছে নিয়েছেন নতুন ঠিকানা। সাবেক ক্লাব নয়, বরং সাবেক ম্যানেজারের সাথে নতুন সম্পর্ক গড়েছেন লুকাকু।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে পারা স্বপ্নই ছিল রোমেলু লুকাকুর। দলবদলের শুরু থেকে চেলসিতে যোগ দেয়ার গুঞ্জন থাকলেও ইউনাইটেডের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর দ্বিতীয়বার ভাবতে হয়নি লুকাকুকে। বিশ্বের সেরা ক্লাবে যোগ দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি। এভারটন থেকে ম্যান ইউনাইটেডে যোগ দেয়ার একদিন পরই এসব বলেছেন বেলজিয়ান স্ট্রাইকার।
"পুরোনো ক্লাব চেলসির কাছ থেকে প্রস্তাব আসলেও মরিনহোর দলে যোগ দিতে দুইবার ভাবতে হয়নি আমাকে। ম্যানচেস্টার ইউনাইটেডকে কে 'না' বলতে পারে! এটাই বিশ্বের সেরা ক্লাব।" - লস অ্যাঞ্জেলসে নতুন ক্লাবের মেডিক্যালে লুকাকু নিজের উচ্ছ্বাসটা গোপন করলেন না।
নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকা লুকাকু অবশ্য শুধুমাত্র দল হিসেবেই ইউনাইটেডের প্রশংসা করেননি। স্টেডিয়াম, সমর্থক- সবকিছুকেই 'বিশ্বসেরা সেরা' অভিহিত করেছেন। নতুন ক্লাবে যোগ দিয়ে লুকাকুর উচ্ছ্বাস মুগ্ধ করেছে রেড ডেভিল সমর্থকদেরও। ইউনাইটেডের কাছ থেকে প্রথমবার প্রস্তাব পাওয়ার পর থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ার জন্য। ২৪ বছর বয়সী স্ট্রাইকার নিজেই জানিয়েছেন এমনটা। স্কাই স্পোর্টসের সূত্রমতে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৫ গোল করা এই স্ট্রাইকারকে দলে ভেড়াতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে ইউনাইটেডকে।
এই মাসে যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম শুরু করার কথা ম্যানচেস্টার ইউনাইটেডের। সে দলে থাকবেন লুকাকু নিজেও। ২৪ বছর বয়সী ইউনাইটেডের হয়ে খেলতে পারাকে দেখছেন সুযোগ হিসেবে, "আমি এমন সুযোগের জন্যই অপেক্ষা করছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেড এমন এক ক্লাব যারা সবসময়ই সেরা হতে চায়। আমার জন্যও নতুন পরীক্ষা। এখন পরিশ্রমের সময়।"