হামেসকেও চাইছে ইউনাইটেড
যা কিছু ঘটছে
* ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এভারটনে যোগ দিয়েছেন ওয়েইন রুনি।
* রোমা থেকে চেলসিতে যোগ দিতে লন্ডনে এসেছেন আন্টোনিও রুডিগার। মেডিকেল পরীক্ষা শেষে জার্মান ডিফেন্ডারকে দলে ভেড়ানোর ঘোষণা করেছে চেলসি।
যা কিছু রটছে
হামেসের জন্যও ইউনাইটেড!
দুইদিনের ভেতর রিয়াল ছাড়তে চাইছেন হামেস রদ্রিগেজ! এমন খবর সকালে প্রকাশ হওয়ার পর সন্ধ্যা না গড়াতেই শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। কলম্বিয়ান তারকাকে পেতে প্রায় ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে।
পাউলিনহোও চাইছেন চুক্তিটা হোক
২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে নিজেদের দলে চাইছে বার্সেলোনা। কিন্তু তাঁর চায়নিজ ক্লাব ২০ মিলিয়ন ইউরোতে সন্তুষ্ট নয়। তাই প্রথম বিডটা বিফলেই গেছে বার্সার। তবে পরের সপ্তাহের ভেতরই কাতালান পাড়ি জমাতে আগ্রহী পাউলিনহো। সেক্ষেত্রে বার্সার কাছে দ্বিগুন অর্থ দাবি করছে গুয়াঞ্জু এভারগ্রান্দে।
বেয়ারিনের সাথে তালিকায় আছেন কিমিচও
নতুন রাইটব্যাকের সন্ধানে নেমেছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে আগে খেলার অভিজ্ঞতা থাকায় আর্সেনাল রাইটব্যাক হেক্টর বেয়ারিনই প্রথম পছন্দ। তবে বেয়ারিনকে না পেলে বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিচ, মোনাকোর জিব্রাইল সিদিবের জন্যও চেষ্টা চালাতে পারে তাঁরা।
সিটি নয় পিএসজিতে যাচ্ছেন দানি আলভেজ?
পেপ গার্দিওলার সাথে ম্যানচেস্টার সিটিতে আলভেজের যোগ দেয়ার গুজবটা গড়িয়েছিল বহুদূর। তবে এখন শোনা যাচ্ছে অন্যরকম কথা। পিএসজি মালিকপক্ষ দানি আলভেজের জন্য দিয়েছে নতুন প্রস্তাব। আর তাতে সায় দিয়েছেন স্বয়ং আলভেজও! জুভেন্টাসে যোগ দেয়ার পর এক মৌসুম শেষেই আবারও দল পরিবর্তন করবে কি না আলভেজ, তা অবশ্য এখনও সুনিশ্চিত নয়।
কেইতাকে পেতে লিভারপুলের সাথে যোগ দিয়েছে চেলসিও
লাতসিও উইঙ্গার কেইতা বালদেকে পেতে অনেকদিন ধরেই চেষ্টা করছিল লিভারপুল। এবার সেই দৌড়ে যোগ হয়েছে চেলসির নামও।
ফ্লেচারের জায়গায় ব্যারি?
ওয়েস্টব্রম থেকে এবারই স্টোক সিটিতে যোগ দিয়েছেন ড্যারেন ফ্লেচার। তাঁর জায়গায় ওয়েস্টব্রম ম্যানেজারের পছন্দ গ্যারেথ ব্যারি। কিন্তু শেষ বয়সে এসে এভারটন ছেড়ে কি ওয়েস্টব্রমে পাড়ি জমাবেন ব্যারি?
লেমারের জন্য টাকা বাড়াচ্ছে আর্সেনাল
মোনাকো মিডফিল্ডার থমাস লেমারের জন্য নতুন ৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল। এর আগে প্রায় ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি হয়নি মোনাকো।
রাইটব্যাকের খোঁজে গার্দিওলা
দানি আলভেজকে না পেয়ে এবার রিয়াল সোসিয়েদাদ ডিফেন্ডার ইনিগো মার্টিনেজকে দলে চাইছেন গার্দিওলা। সব ঠিকঠাক থাকলে এ সপ্তাহেই ম্যানচেস্টারে যোগ দিতে পারেন মার্টিনেজ।