• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    টটেনহাম কিনতে পারছেন না জাকারবার্গ !

    টটেনহাম কিনতে পারছেন না জাকারবার্গ !    

    প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পার্স কিনে নিচ্ছেন মার্ক জাকারবার্গ! নর্থ লন্ডনের ক্লাবের জন্য এক বিলিয়ন ডলার বিড করতেও প্রস্তুত ছিলেন তিনি! এমন খবরে নড়েচড়ে বসেছিল ইংল্যান্ডের ফুটবল। দ্যা সানডে টাইমসের বরাত দিয়ে এমন খবর ছেপেছে প্রায় সব সংবাদমাধ্যমই।  

    গতকাল পর্যন্ত ফেসবুকের নিউজফিডে এমন খবর ঘুরে বেড়ালেও আজ টটেনহামের দেয়া এক বিবৃতিতে পরিষ্কার হয়েছে ধোঁয়াশা। জাকারবার্গ কিনতে চাইলেও টটেনহামকে বিক্রি করতে রাজি নয় ক্লাবের বর্তমান মালিকেরা। ক্লাবের নতুন স্টেডিয়াম নির্মাণ করতে ব্যাংক লোনের জন্য কয়েকদিন আগে খোঁজাখুঁজি শুরু করেছে টটেনহাম। সে কারণেই জাকারবার্গকে জড়িয়ে এমন খবর ছাপা হয়েছে বলে মত দিয়েছে স্পার্স কর্তৃপক্ষ। 

    জাকারবার্গের আরেক প্রতিষ্ঠান আইকনিক ক্যাপিটাল অবশ্য স্টেডিয়াম বানাতে টাকা বিনিয়োগ করবে কি না তা অবশ্য জানা যায়নি। তবে টটেনহাম তাঁদের বিবৃতিতেই জানিয়ে দিয়েছে আমেরিকার কয়েকটি ব্যাংকের কাছ থেকে এরই মাঝে অর্থ সাহায্য পৌঁছে গেছে তাঁদের কাছে। সিলিকন ভ্যালির কোনো কোটিপতির অর্থের দরকার হবে না তাঁদের! দলবদলের বাজারে তাই ক্লাব মালিক বদলের 'সাড়া জাগানো' গুজব অঙ্কুরেই বিনষ্ট!