পগবার জন্যই ইউনাইটেডে লুকাকু!
দুদিন আগেই এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। এভারটন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রোমেলু লুলাকু। দলবদলের সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর লুকাকু বলছেন, তাঁর ইউনাইটেডে যোগ দেওয়ার পেছনে বড় অবদান আছে পল পগবার।
গত মৌসুমেই রেকর্ড ট্রান্সফার ফিতে জুভেন্টাস থেকে ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন পগবা। লুকাকু বলছেন, দীর্ঘদিনের বন্ধু পগবার সাথে খেলার ইচ্ছা তখনই জেগেছিল, “পগবা আমার অনেক ভালো একজন বন্ধু। আমরা দুজন প্রতিবেশীও। যখন সে ইউনাইটেডে আসে, তখন আমার মনে হয়েছিল একদিন হয়তো আমিও তাঁর সাথে খেলব। এই সুযোগ আসলে না বলার কোনো কারণই নেই! অবশেষে সেটা সত্যি হতে যাচ্ছে! আমরা দুজনই এতে খুবই খুশি।”
এভারটনে আগের মৌসুমে ২৫ গোল করেছিলেন। তবে লুকাকু নতুন ক্লাবে এসে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, “ইউনাইটেড কত বড় ক্লাব এটা আমরা সবাই জানি। এখানে সবাই শিরোপা জেতার জন্য আপ্রাণ চেষ্টা করে। ক্যারিয়ারের শেষে গিয়ে আমি বলতে পারব, এমন একটা ক্লাবে আমি খেলেছি যারা শিরোপার জন্যই খেলে। এই সুযোগ আমি কাজে লাগাতে চাই।”