• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পদক নিতে এসে মৃত্যু প্যারালিম্পিয়ানের

    পদক নিতে এসে মৃত্যু প্যারালিম্পিয়ানের    

    শুক্রবার থেকে লন্ডনে বসছে প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। অ্যাথলেটরাও এরই মাঝে পৌঁছে গেছেন সেখানে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কিন্তু তার আগেই ভয়াবহ এক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা আয়োজন ঘিরে। আবদুল্লাহ আল হায়ায়ি নামের এক অ্যাথলেটের মৃত্যু হয়েছে অনুশীলনের সময়। এসেছিলেন পদক জিততে, আর সেটাই হয়ে দাঁড়াল তাঁর মৃত্যুর কারণ। 

     

    গতকাল স্থানীয় সময় বিকেল ৫ টায় ডিসকাস থ্রো অনুশীলনের সময় হঠাৎই লোহার খাঁচা ভেঙে পড়ে। এসময় ভেতরেই অনুশীলন করছিলেন হায়ায়ি। এখন পর্যন্ত তাঁর মৃত্যুর সুনিশ্চিত কারণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে মাথায় লোহার স্ট্যান্ডের আঘাতেই মৃত্যুবরণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের এই অ্যাথলেট। দুর্ঘটনার সময়ই মাঠে ছিলেন বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিতে আসা অ্যাথলেটরা। ইমার্জেন্সি সার্ভিসে খবর পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মাঠেই তাঁকে মৃত ঘোষণা করেন। 


    অ্যাথলেটের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আরব আমিরাতেও। দেশটির প্যারা অলিম্পিক কমিটির সভাপতি মাজিদ রাশেদ নিজেই জানিয়েছিলেন হায়ায়ির মৃত্যুর কারণ। কিন্তু কীভাবে এমনটা ঘটল তা নিয়ে নিজেও বিস্ময় প্রকাশ করেছেন মাজিদ। লন্ডন মেট্রোপুলিশও নেমেছে কারণ অনুসন্ধানে। এর আগে গতবছর রিওতে প্যারা অলিম্পিকেও অংশ নিয়েছিলেন হায়ায়ি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির সভাপতিসহ বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলেটরা।