পেরিসিচের জন্য মারশিয়ালকেও চাইছে ইন্টার
ডগলাস লুইজকে নিল ম্যান সিটি
ভাস্কো দা গামা থেকে ১৯ বছর বয়সী মিডফিল্ডারকে দলে ভিড়িয়েছে ম্যানসিটি। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সাথে ৫ বছরের চুক্তি হয়েছে সিটির।
পেরিসিচের জন্য নতুন প্রস্তাব?
নতুন মৌসুম শুরুর আগে ম্যানচেস্টার ইউনাইটেড এখন যুক্ত্ররাষ্ট্রে। দলের সাথে যোগ দিয়েছেন নতুন স্ট্রাইকার রোমেলু লুকাকু। লিন্ডেলফ, লুকাকুকে দলে ভেড়ালেও হোসে মরিনহো জানাচ্ছেন তাঁর 'কেনাকাটা' এখনও শেষ হয়নি। ইঙ্গিত দিয়েছেন আরও অন্তত দু'জন খেলোয়াড় দলে ভেড়াতে চান তিনি।
নির্দিষ্ট কোনো নাম অবশ্য উল্লেখ করেননি মরিনহো। তবে দলবদলের শুরু থেকেই ইভান পেরিসিচকে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড। এই খবর মোটামুটি সবারই জানা। কিন্তু দর কষাকষিতে ইন্টার মিলানের সাথে কিছুতেই সুবিধা করতে পারছে না রেড ডেভিলরা। ক্রোয়েশিয়ান উইঙ্গারের জন্য ৪৫ মিলিয়ন ইউরো দাবি করছে ইন্টার। কিন্তু ইউনাইটেড ৩০ মিলিয়ন ইউরোর বেশি দিতে রাজি নয়।
ইভান পেরিসিচ যে দল ছাড়ছেন তা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে গতকালই। স্কাই ইতালিয়ার খবর অনুযায়ী ইন্টার ম্যানেজার লুসিয়ানো স্পেলেত্তি নিজেই পেরিসিচের সাথে কথা বলেছেন। তবে তাঁকে বোঝাতে ব্যর্থ হয়েছেন স্পেলেত্তিও। এখন ভালো দাম পেলেই পেরিসিচকে ছেড়ে দেয়ার জন্য প্রস্তুত ইন্টার।
ম্যানচেস্টার ইউনাইটেডের পুরোনো বিডের সাথেই তাই একজন খেলোয়াড়ও দাবি করছে তারা। মারশিয়াল বা ডারমিয়ান। যে কোনো একজনের সাথে ৩০ মিলিয়ন ইউরো দিলেই মিলবে পেরিসিচ। কিন্তু ২৮ বছর বয়সী উইঙ্গারের জন্য কি দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হাতছাড়া করবেন মরিনহো?
ওয়েস্টহামে হার্ট?
ইতালিতে ধারে এক মৌসুম কাটিয়ে আবারও ইংলিশ ফুটবলে ফিরছেন জো হার্ট। তবে ম্যানচেস্টার সিটির হয়ে নয়। গোলরক্ষক জো হার্টকে দলে নেয়ার ব্যাপারে অনেক দূর এগিয়েছে ওয়েস্টহাম। গুঞ্জন বলছে এরই মাঝে হয়ে গেছে মেডিকেল পরীক্ষাও। এক বছর পর চাইলে হার্টকে পাকাপাকিভাবে নিজেদের করে নেয়ার সুযোগও থাকছে ওয়েস্টহামের।
এবার রেনাটো সানচেজকে চাইছে এসি মিলান
১৯ বছর বয়সী পর্তুগিজ মিডফিল্ডার রেনাটো সানচেজকে নিজেদের দলে নিতে চাইছে ইতালিয়ান ক্লাব এসি মিলান। আপাতত ধারে নেয়ার ইচ্ছা পোষণ করলেও এরপর তাঁর জন্য ৪৭ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি আছে মিলান।
অ্যালেক্সিস সানচেজেকে ওয়েঙ্গারের বার্তা!
স্কাই স্পোর্টস বলছে অ্যালেক্সিস সানচেজকে দলে রাখতে তাঁর সাথে টেক্সটের মাধ্যমে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন আর্সেন ওয়েঙ্গার। ২৮ বছর বয়সী উইঙ্গারকে ঘিরে অনেকদিন ধরেই দলবদলের গুঞ্জন চলছে। আগ্রহী দলের তালিকায় আছে ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখের নামও। নিজের শিষ্যকে বুঝিয়ে শুনিয়ে দলে রাখতে ওয়েঙ্গারের তাই এই আপ্রাণ চেষ্টা!