• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    রোনালদোকে আনা 'মিশন ইম্পসিবল'!

    রোনালদোকে আনা 'মিশন ইম্পসিবল'!    

    কর ফাঁকির অভিযোগ ওঠার পরেই ক্লাব ছাড়ার গুঞ্জন উঠেছিল। মাদ্রিদ ছেড়ে পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও যেতে পারেন রোনালদো, এমন কথাও শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত এরকম কিছুই হয়নি। ইউনাইটেড কোচ হোসে মরিনহো বলছেন, রোনালদোকে ইউনাইটেডে আনা ‘মিশন ইম্পসিবল’!

     

    মাদ্রিদ ছেড়ে যাওয়ার হুমকি দেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, ইউনাইটেডেই হয়তো ফিরতে পারেন সিআর সেভেন। তবে মরিনহো এরকম কোনো আশাই করেন না, “আমি চাইনা আমার ক্লাব এরকম একজন ফুটবলারের পেছনে সময় নষ্ট করুক যাকে দলে ভেড়ানো মিশন ইম্পসিবল! মাদ্রিদের জন্য রোনালদো খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য। তাঁর বাজারদরও অনেক বেশি। রোনালদো ক্লাব ছাড়বেন, এরকম কিছু ঘটার কোনো কারণই আমরা খুঁজে পাইনি! তাই এসব নিয়ে ভাবছিও না।”

     

    এদিকে আরেক মাদ্রিদ ফুটবলার আলভারো মোরাতাকে অবশ্য ইউনাইটেডে দেখতে চেয়েছিলেন মরিনহো। তবে তাঁকে না পেয়ে খানিকটা হতাশ তিনি, “এটা দুঃখজনক। সে আমার অধীনে প্রথমবার একাদশে ঢুকেছিল। তাঁকে আমি একটু বেশিই পছন্দ করি। জুভেন্টাস ও মাদ্রিদে তাঁকে দেখেছি। কিন্তু মাদ্রিদের সাথে আমরা কোনো সম্মতিতে পৌঁছাতে পারিনি। আমার মনে হয় না সে ইউনাইটেডে আসবে।”