• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দেয়াল ধসে আট সমর্থকের মৃত্যু

    দেয়াল ধসে আট সমর্থকের মৃত্যু    

    সেনেগালে স্টেডিয়ামের দেয়াল ধসে নিহত হয়েছেন আট জন দর্শক। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধ শতাধিক। গতকাল শনিবার সেনেগালের রাজধানীর ডেম্বা ডিওপ স্টেডিয়ামে লিগ কাপের ফাইনাল শেষে ঘটে এই দুর্ঘটনা। 

    স্টাডে ডি এমবর এবং স্পোর্টিভ অউকামের ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ এ শেষ হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও এক গোল দিয়ে ২-১ ম্যাচ জিতে নেয় এমবর। রেফারির শেষ বাঁশির পর দাঙ্গায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা।



    টিয়ার গ্যাস ছুঁড়ে দুই দলের সমর্থকদের আলাদা করতে চেষ্টা করে পুলিশ। এসময় আতঙ্কে সমর্থকেরা আশ্রয় নেন গ্যালারির এক দেয়ালে। অতিরিক্ত লোকের ভার সহ্য করতে না পেরে গ্যালারির উপর দেয়াল ভেঙে পড়লে সেখানেই মৃত্যু হয় আট সমর্থকের।

    এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সর্বোচ্চ বিচারের আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। তবে এর আগে দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে ডিওপ স্টেডিয়ামে।