মাহরেজকে ধাওয়া করছে রোমা
মাহরেজের নতুন ঠিকানা রোম?
লেস্টার সিটি মিডফিল্ডার রিয়াদ মাহরেজকে দলে পেতে চাইছে রোমা। ইংলিশ ক্লাবটি তাঁর জন্য দাম চাইছে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর কাছাকাছি। কিন্তু মাহরেজের জন্য এতো টাকা খরচ করতেও রাজি নয় রোমা।
নতুন মৌসুম শুরুর আগে এরই মাঝে ৯ জন নতুন খেলোয়াড় দলে ভিড়িয়েছে ইতালিয়ান ক্লাবটি। শোনা যাচ্ছে মোহাম্মাদ সালাহর খালি জায়গায় রোমার পছন্দ মাহরেজই। আর্সেনালের নামও শোনা গিয়েছিল অবশ্য তাঁর জন্য। তবে রোমই এখন মনে হচ্ছে আলজেরিয়ানের নতুন ঠিকানা। পাকাপাকিভাবে কিনতে না পারলেও তাঁর জন্য ধারের প্রস্তাবও দিয়েছে রোমা। তবে খেলোয়াড়কে বিক্রিই করতে চাইছে লেস্টার।
চেলসির ব্যর্থ হিগুয়াইন চেষ্টা
স্কাই ইতালিয়া বলছে লুকাকু হাতছাড়া হওয়ার পর নতুন স্ট্রাইকারের দিকে চোখ গেছে চেলসির। মোরাতা রিয়াল মাদ্রিদেই থাকতে চাইছেন বলে তাঁর জন্য চেষ্টা না করে এবার গঞ্জালো হিগুয়াইনকে পেতে মাঠে নেমেছিলেন আন্তোনিও কন্তে। তবে চেলসির ৮৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব নাকচ হয়ে গেছে প্রথমবারেই। আর্জেন্টাইন স্ট্রাইকারকে ছাড়তে রাজি নয় জুভেন্টাস।
লইক রেমিকে ছেড়ে দিচ্ছে চেলসি
খেলোয়াড় কেনার দৌড়ে পিছিয়ে থাকলেও দল খালি করেই যাচ্ছে চেলসি। সেই তালিকায় নতুন সংযোজন লইক রেমি। এই স্ট্রাইকারকে কেনার জন্য মার্শেই, এভারটন ও সাউদাম্পটনের নাম শোনা যাচ্ছে।
লাতসিওতে লুকাস লেইভা
লুকাস বিলিয়ার জায়গায় নতুন মিডফিল্ডার কেনার দৌড়ে অনেকদূর এগিয়েছে লাতসিও। লিভারপুল থেকে লুকাস লেইভাকে কেনার সবরকম প্রস্তুতিও শেষ। বাকি শুধু মেডিকেল পরীক্ষা। ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে কিনতে প্রায় ৬ মিলিয়ন ইউরো খরচ হয়েছে লাতসিওর।
স্পেনে ফিরলেন নলিতো
ইংল্যান্ডে এক মৌসুম পার করে আবারও স্পেনে ফিরে গেলেন স্প্যানিশ স্ট্রাইকার নলিতো। এবার যোগ দিয়েছেন সেভিয়াতে। নলিতোকে দলে নিতে ৯ মিলিয়ন ইউরো খরচ হয়েছে সেভিয়ার।
ড্যালে আলেকে চাইছে বার্সা?
গত মৌসুমে ৫০ ম্যাচে ২২ গোল করা ড্যালে অ্যালেকে মনে ধরেছে মেসি, নেইমার দুজনেরই। এমন খবর রটেছে কয়েকদিন আগে। আজ ডেইলি এক্সপ্রেস রিপোর্ট জানাচ্ছে ইংলিশ মিডফিল্ডারকে পাওয়ার জন্য মাঠে নামবে বার্সেলোনা। ভেরাত্তিকে না পেয়ে অ্যালেই এখন বার্সার ভরসা! তবে সবকিছুর আগে খবরের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে!
ওয়ালকটের জন্য এভারটন, হার্ট ওয়েস্টহামে
জো হার্টের মেডিকেল হয়ে যাওয়ার কথা রয়েছে দু একদিনের মাঝেই। এরপরই ওয়েস্টহামের খেলোয়াড় হিসেবে এক বছর বাদেই আবার প্রিমিয়ার লিগে দেখা যাবে ইংলিশ গোলরক্ষককে। আরেক ইংলিশ উইঙ্গার ওয়ালকটও ক্লাব ছাড়ছেন। গুঞ্জন তেমনটাই বলছে। আর্সেনাল থেকে ওয়ালকটকে আনতে ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি এভারটন।