আগুয়েরোকে চাইছে চেলসি, মোরাতাকে মিলান!
চেলসির নতুন লক্ষ্য আগুয়েরো!
দলবদলের বাজারে এখন পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারছে না চেলসি। এই নিয়ে ক্লাব ও কোচের মাঝে মনোমালিন্যের খবরও বেরিয়েছে বেশ কিছুদিন আগে। আলভারো মোরাতা, লুকাকুর পর স্ট্রাইকারের খোঁজে হিগুয়াইনের দিকে চোখ পড়েছিল চেলসির। কিন্তু এখন পর্যন্ত সে সম্ভাবনা নেই।
এবার ম্যান সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোকে চেলসিতে আনছে চাইছেন কন্তে। স্কাই স্পোর্টসের সূত্র ধরে এমন খবর প্রকাশ হয়েছে আজই। তবে আগুয়েরোকে চেলসিতে আনা 'প্রায় অসম্ভব' হবে বলেও মন্তব্য করেছে স্কাই স্পোর্টসের ওই সূত্র। ম্যান সিটি মালিকপক্ষও আগুয়েরোকে ছাড়তে নারাজ। নতুন মালিকদের অধীনে এখন পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের অমতে দল ছেড়ে যাননি কোনো খেলোয়াড়ই!
মিলানে মোরাতা?
ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ব্যর্থ হয়েছে তাঁকে দলে ভেড়াতে। কিন্তু এবারের দলবদলের বাজারে সবচেয়ে সক্রিয় এসি মিলানের ভাগ্যেও কি একই পরিণতি হবে? এবার আলভারো মোরাতাকে দলে চাইছে তাঁরা!
চাইলেই নতুন খেলোয়াড়দের দিয়েই আরেকটি দল নামিয়ে দিতে পারে মিলান। কিন্তু কেনাকাটায় তবুও সরব তাঁরা। মোরাতার জন্য ৭০ মিলিয়ন ইউরো দিতেও রাজি আছে ৭ বার চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। গাজাত্তে দেল্লো স্পোর্টের সূত্রমতে মোরাতার সাথে চুক্তি সম্পন্ন করার খুব কাছাকাছি রয়েছে মিলান! এমন কথা তো শোনা গিয়েছিল ইউনাইটেডের বেলায়ও! মোরাতা চাইলেও শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করছে রিয়াল মাদ্রিদের ওপরই।
বার্সাতেই থাকছেন নেইমার?
স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জনটা সরব হয়ে উঠেছিল গতকাল। আগ্রহী দলের তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেড আর পিএসজির নামও। তবে আজই বার্সা মহাসচিব নাকচ করে দিয়েছেন এমন গুজব। নেইমারের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ক্লাব খোঁজ নেয়নি বলেই জানিয়েছেন। গত জুনেই নতুন চুক্তি স্বাক্ষর করা নেইমারের জন্য ২২২ মিলিয়ন ইউরো দেয়ার মতো কোনো ক্লাব নেই বলেও মনে করছেন তিনি।
আর্সেনালের সেজনি জুভেন্টাসে
আর্সেনাল থেকে গত দুবছর ধারে ইতালিতেই খেলেছেন সেজনি। রোমার হয়ে। ধারের মেয়াদ শেষে তাঁকে এবার দলে পেতে চাইছে জুভেন্টাস। গোলরক্ষকের জন্য ৭.৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। মেডিকেল পরীক্ষাও হয়ে যাওয়ার কথা কয়েকদিনের মধ্যেই।
এমবাপ্পের আশা ছাড়ছেন ওয়েঙ্গার
কিলিয়ান এমবাপ্পের জন্য রেকর্ড গড়তে রাজি ছিলেন আর্সেনাল ম্যানেজার। তবে টেলিগ্রাফ বলছে এমনটি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মোনাকো ছাড়তে রাজি নয় তাঁদের তরুণ স্ট্রাইকারকে। তাই হতাশ হয়েই এমবাপ্পের আশা ছাড়ছেন তিনি।
ওয়েঙ্গারের জন্য অবশ্য হতাশার খবর আছে আরও। থমাস লেমারের ব্যাপারেও 'না বোধক' জবাব এসেছে মোনাকোর কাছ থেকে।
ইউনাইটেড-পেরিসিচ নাটক চলছেই
ইন্টার মিলান ক্যাম্প ছাড়ার পরই পেরিসিচের ইউনাইটেডে আসার গুঞ্জন বাড়ছিল। পরে শোনা গেল দাঁতের ডাক্তার দেখাতে ক্রোয়েশিয়া গেছেন পেরিসিচ! টাকার অঙ্ক নিয়ে দুই ক্লাবের ভেতর দরদাম চলছে বহুদিন ধরেই।
আজ দুপুর পর্যন্তও মনে হচ্ছিল পেরিসিচের ব্যাপারে দুই ক্লাব এক বিন্দুতে আসছে পেরেছে। কিন্তু সন্ধ্যে গড়াতেই আবার পাল্টে গেছে ঘটনা। প্রাক মৌসুমে ইন্টার মিলানের চীনে কয়েকটি ম্যাচ খেলার কথা রয়েছে। সেই দলে পেরিসিচকে যোগ দিতে বলা হয়েছে ইন্টারের পক্ষ থেকে। পেরিসিচকে নিয়ে তাই জলঘোলা হচ্ছে আরও!
হাভিয়ের হার্নান্দেজকে চায় ওয়েস্টহাম
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজের ব্যাপারে অনেক দূর এগিয়েছে ওয়েস্টহাম। মেক্সিকান স্ট্রাইকারের সাথে বেতন নিয়ে কিছুটা দরকষাকষি চলছে ক্লাবটির। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও প্রিমিয়ার লিগে ফিরতে পারেন হার্নান্দেজ।