ইউনাইটেডে আরও ১৫ বছর থাকতে চান মরিনহো
প্রায় ২৭ বছর দায়িত্ব পালন করেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের পর কেউই বেশিদিন থিতু হতে পারেননি। বর্তমান কোচ হোসে মরিনহো বলছেন, তিনি আরও ১৫ বছর ক্লাবে থেকে ফার্গুসনের কাছাকাছি যেতে চান।
ফার্গুসনের বিদায়ের পর থেকেই ইউনাইটেডের গ্রাফ নিম্নমুখী। মরিনহো আবারো দলকে পুরনো দিনগুলো ফিরিয়ে দিতে চান, “আমি চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি। আমি আগামী ১৫ বছর ক্লাবে থাকতে চাই। কেনোই বা চাইবো না! এটা খুব কঠিন কাজ জানি। কিন্তু ফার্গুসনের কীর্তিকে স্পর্শ করার জন্য এরকম লম্বা সময় আপনাকে থাকতেই হবে। তাহলেই কেবল অনেক বেশি সাফল্য এনে দিতে পারবেন ক্লাবকে।”
কোচ হিসাবে ডেভিড ময়েস কিংবা ফন গাল, ইউনাইটেডে টিকতে পারেননি কেউই। মরিনহো মানছেন, আধুনিক যুগে সাফল্য না আনতে পারলে বিদায় নিতেই হবে, “এই মুহূর্তে সাফল্যই সবকিছু। যদি আপনি সাফল্য এনে দিতে পারেন, আপনি ক্লাবে থাকবেন। যদি না পারেন, আপনাকে সরে দাঁড়াতেই হবে। এই মৌসুমে খুব ভালো করলেন, পরের মৌসুমে খারাপ করার সাথে সাথেই আপনাকে বিদায় করে দেওয়া হবে। এটা লেস্টারের রানিয়েরির সাথে হয়েছে, আরও অনেকের সাথেই হয়েছে। এখন সবাই স্বল্প মেয়াদী চিন্তাভাবনা করে। স্যার অ্যালেক্সের ব্যাপারটা অন্যরকম ছিল। পরবর্তীতে ওয়েঙ্গারই দীর্ঘদিন টিকে আছেন।”