মোরাতাকে দলে নিয়েছে চেলসি
মোরাতা চেলসিতে!
ডিয়েগো কস্তা চলে যাবে বলে গুঞ্জন। দলবদলের বাজারে একজন স্ট্রাইকার হন্যে হয়েই খোঁজ করছিল চেলসি। অবশেষে আলভারো মোরাতাকে দলে ভিড়িয়েছে লন্ডনের ক্লাবটি, নিজেদের ওয়েবসাইটেই সেটি নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, এর জন্য ৭৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে। তবে মোরাতার সঙ্গে বেতন ভাতা এখনো চূড়ান্ত হয়নি।
বুধবার বিকেলেই স্কাই ইতালিয়ার ডি মার্জিও জানিয়েছিলেন, মোরাতার চেলসিতে যোগ দেয়া প্রায় নিশ্চিত! রিয়াল মাদ্রিদও মোরাতাকে বিক্রি করে কিলিয়ান এমবাপ্পের জন্য ফান্ড বাড়াতে চায়। এরপর স্কাই থেকেও সেটি নিশ্চিত করলে বোঝা যায়, মোরাতার দলবদল সময়ের ব্যাপার মাত্র।
ম্যানসিটিতে দানিলো?
টটেনহাম হটস্পার্স থেকে রেকর্ড গড়ে কাইল ওয়াকারকে দলে ভেড়ানোর পর আরও একজন রাইটব্যাকের সাথে চুক্তি করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। স্কাই ইতালিয়ার সূত্র অন্তত তেমনটাই বলছে। রিয়াল মাদ্রিদের দানিলোর জন্য এবার প্রস্তাব পাঠিয়েছে তারা। দুই ক্লাবের ভেতর সমঝোতা হয়ে গেছে বলেও দাবি করছে স্কাই ইতালিয়া।
গুঞ্জন সত্যি হলে দানিলোকে ম্যানচেস্টারে নিয়ে আসতে সিটির খরচ হবে প্রায় ৩০ মিলিয়ন ইউরো। দলবদলের শুরু থেকে দানিলোর ব্যাপারে চেলসির নাম শোনা যাচ্ছিল। অবস্থাচিত্তে মনে হচ্ছে আরও এক লক্ষ্য বিফলেই গেল আন্তোনিও কন্তের।
বার্সায় থাকছেন নেইমার
পিএসজি তাঁকে পেতে বিশ্বরেকর্ড গড়তেও রাজি আছে। কিন্তু নেইমার বার্সা ছাড়ার কোনো চিন্তাই মাথায় আনছেন না। গুইলিয়াম বালাগ নিজের টুইটারে আজ জানিয়েছেন তেমনটাই।
নেইমারের বাবাও আজ বার্সাকে জানিয়েছেন তাঁর ছেলে থাকতে চান বার্সাতেই। পিএসজিকে জড়িয়ে নেইমারের দলবদলদের গুজবকে তিনি 'কেবল একটা খেলা' বলে অভিহিত করেছেন। ক্লাব কর্তৃপক্ষও এমন নিশ্চয়তা পেয়ে নেইমারকে সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানাতে বলেছে। নিজের টুইটে বালাগ দাবি করেছেন এসব কিছুই।
হালসিটি থেকে লিভারপুলে রবার্টসন
স্কটিশ লেফটব্যাক আন্ড্রু রবার্টসনকে হালসিটি থেকে নিজেদের করে নিয়েছে লিভারপুল। মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে কালকের মধ্যেই। এরপরই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। খবর নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস।