'এমন একজন কোচের অধীনে খেলব যিনি আমার ওপর ভরসা করেন'
অনেকটা আকস্মিকভাবেই এসেছে সিদ্ধান্তটা। প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ডে মাদ্রিদ ছেড়ে চেলসিতে যাচ্ছেন আলভারো মোরাতা। ক্লাব ছাড়ার আগে মোরাতা বলেছেন, চেলসি কোচ আন্তোনিও কন্তের জন্যই সেখানে যাচ্ছেন।
জিদানের অধীনে বেশিরভাগ সময়ই বদলি হিসাবে নামতে হয়েছে। মোরাতা মনে করেন, কন্তের অধীনে তাঁর ক্যারিয়ারের গ্রাফ ওপরেই দিকে যাবে, “গত মৌসুমটা একটু অদ্ভুত ছিল আমার জন্য। অনেক কিছুই হয়েছে যা হওয়ার কথা ছিল না। তবে শেষ পর্যন্ত ঈশ্বরের ইচ্ছায় আমি চেলসিতে যাচ্ছি। তারা আমাকে অনেকদিন ধরেই চাইছিল। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে, আমি এমন একটা দলে যাচ্ছি যেখানকার কোচ আমার ওপর সবচেয়ে বেশি ভরসা করেন। এটা একজন ফুটবলারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার।”
ভবিষ্যতে আর কোনোদিন মাদ্রিদে ফেরার ব্যাপারেও সন্দিহান মোরাতা, “ মাদ্রিদের মতো ক্লাবে খেলতে পারা ভাগ্যের ব্যাপার। আমি যতদিন ফুটবল খেলব ততদিন এই মুহূর্তগুলো মনে রাখব। সতীর্থ ও জিদানকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার জন্য অনেক কিছু করেছেন। সুন্দর কিছু স্মৃতি নিয়েই ক্লাব ছাড়ছি। তবে ভবিষ্যতে কোনোদিন মাদ্রিদে ফিরব কিনা জানি না, এই মুহূর্তে তো এটা নিয়ে একদমই ভাবছি না।”