• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেড ছাড়বেন না ডি গিয়া

    ইউনাইটেড ছাড়বেন না ডি গিয়া    

    হোসে মরিনহো শতভাগ নিশ্চয়তা দিয়েই বলেছেন গোলকিপার ডেভিড ডি গিয়াকে এই মৌসুমে রিয়াল মাদ্রিদ বা অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করবে না ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যালিফোর্নিয়ায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে  ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচ খেলার আগে ইউনাইটেড ম্যানেজার নিজেই জানিয়েছেন এই কথা। 

    দু'বছর আগে ডি গিয়াকে দলে ভেড়াতে চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু গ্রীষ্মকালীন দলবদল বাজারের শেষদিনে ভেস্তে যায় সেই চুক্তি। এরপর থেকেই রিয়াল মাদ্রিদ-ইউনাইটেডের শীতল সম্পর্কের শুরু হয় বলেও গুঞ্জন উঠেছিল। আলভারো মোরাতাকে ইউনাইটেডে আসতে না দেয়ার পেছনেও দুই ক্লাবের এই সম্পর্কের টানাপোড়েনকে কারণ হিসেবে বিবেচনা করছেন অনেকেই।

    "আমি নিশ্চিত করে বলতে পাড়ি ডি গিয়া ইউনাইটেডেই থাকছে। আমার মনে হয় তাঁকে অন্য ক্লাবে নিয়ে যাওয়াটা যে কারও জন্যই কঠিন হবে। সে নিজের কাজের ব্যাপারে অত্যন্ত সৎ ও স্পষ্টভাষী।" 

    রিয়াল মাদ্রিদে যাওয়া না যাওয়া নিয়ে চিন্তা করতে ইউনাইটেড ডি গিয়াকে সুযোগ দিয়েছিল বলেও মরিনহো নিজেই ইঙ্গিত দিয়েছেন এমনটা। এরপর ডি গিয়া থেকে গেছেন নিজের সিদ্ধান্তেই। এসবই জানাচ্ছেন ইউনাইটেড ম্যানেজার নিজেই। 

    "তার জন্য রিয়াল মাদ্রিদ অনেক দিন ধরেই চেষ্টা করছিল। এরপর আমরাই তাঁকে সুযোগ দিয়েছিলাম। কেউ দল ছাড়তে চাইলে আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না। দল ছাড়তে চায় এমন কাউকে যদি শেষ পর্যন্ত ধরেও রাখা যায় তাতে আসলে লাভ হয় না। সে প্রত্যাশামতো পারফর্ম করতে পারে না।"

    "আমার মনে হয় না রিয়াল মাদ্রিদ সম্পর্কে তাঁর ধারণা খুব একটা ভালো। মাঠে তাঁর পূর্ণ মনোযোগ আছে। আর প্রতিদিনই সে উন্নতি করছে। আমি শতভাগ নিশ্চিত সে এখানেই থাকছে"।