• বুন্দেসলিগা
  • " />

     

    অবসর নেওয়ার পরও বর্ষসেরা লাম!

    অবসর নেওয়ার পরও বর্ষসেরা লাম!    

    ২০১৪ বিশ্বকাপ জয়ের পর জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। ফুটবলকে পাকাপাকিভাবে বিদায় বলেছেন গেল মৌসুমে। বায়ার্ন মিউনিখে কাটানো ১৫ বছরে জিতেছেন আট বুন্দেসলিগা, চ্যাম্পিয়নস লিগ সহ ডিএফবি পোকাল। অর্জনের খাতায় কোনো শিরোপাই বাদ যায়নি ফিলিপ লামের ক্যারিয়ারে।  

    বাকি ছিল ব্যক্তিগত সাফল্য। ফুটবলকে বিদায় বোলার দু'মাসের মাথায় এবার সাফল্যই অনুসরণ করল লামকে। রিয়াল মাদ্রিদের টনি ক্রুস, বরুশিয়া ডর্টমুন্ডের পিরেকে এমরিক অবেমেয়াংকে টপকে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সাবেক জার্মানি ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক।



    কিকার ও জার্মান ফুটবল ফেডারেশনের আয়োজনে সাংবাদিকদের ভোটে নির্বাচিত করা হয় বছরের সেরা খেলোয়াড়। মনোনীতদের তালিকায় জার্মানির বিভিন্ন ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে থাকেন জার্মানির বাইরের ক্লাবে খেলা জার্মান ফুটবলাররাও।

     ফুটবলকে বিদায় জানানোর পরও নতুন সাফল্যে দারুন উচ্ছ্বসিত লাম নিজেও। "এটা আমার জন্য বিরাট সম্মানের। আমার মনে হয় সাংবাদিকরা আমার পুরো ক্যারিয়ারকেই অনুসরণ করেছে।" ২০১৭ জার্মানির বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর বিবৃতিতে জানিয়েছেন ৩৩ বছর বয়সী সাবেক এই ডিফেন্ডার।

    এর আগে ২০০৬ সালে তৃতীয় আর ২০১৪ সালে দ্বিতীয় হয়ে শেষ করেছিলেন তিনি। ডিফেন্ডার হিসেবে এমন সাফল্য অর্জন যে কঠিন সেটা মানছেন নিজেও। "ইতিহাস বলে এমন কিছু অর্জন করা একজন ডিফেন্ডারের জন্য খুবই কঠিন। সাধারণত এসব ক্ষেত্রে স্ট্রাইকাররা মনোনীত হয়। যারা নিয়মিতই খবরের শিরোনাম হন"। গতবছর জেরম বোয়াটেং এর পর আরও একবার এই খেতাব গেল বায়ার্ন মিউনিখের এক ডিফেন্ডারের কাছেই।