• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চীনের কাছে চেলসির ক্ষমাপ্রার্থনা

    চীনের কাছে চেলসির ক্ষমাপ্রার্থনা    

    প্রাক মৌসুমে প্রীতি ম্যাচ খেলতে দলের সাথে চীনে গেছেন।  কিন্তু মাঠে নামার আগেই খানিকটা বিতর্কের জন্ম দিয়েছেন চেলসি মিডফিল্ডার রবার্ট কেনেডি। তাঁর বিতর্কিত ইন্সটাগ্রাম পোষ্টের জন্য অবশ্য পরবর্তীতে ক্ষমা চেয়েছে চেলসি কর্তৃপক্ষ।

    বেইজিংয়ে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগের দিন নিরাপত্তাকর্মীদের উদ্দেশ্য করে একটা পোস্ট দিয়েছিলেন কেনেডি। যেটার সারমর্ম ছিল, “জেগে ওঠো চীনের বোকারা!” আর এতেই চটেছেন স্থানীয় ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়েছে। বার্ডস নেস্ট অনুষ্ঠিত ম্যাচের সময় যতবারই কেনেডির পায়ে বল গেছে, ততবারই দুয়োধ্বনি দিয়েছেন দর্শক।

     

    কেনেডির ওই পোষ্টের জন্য  পরবর্তীতে ক্ষমা চেয়েছে চেলসি, “আর্সেনালের বিপক্ষে ম্যাচের একদিন আগে আমাদের তরুণ ফুটবলার কেনেডির একটি পোস্টে বিতর্কের সৃষ্টি হয়েছে। চীনের অনেকেই এতে কষ্ট পেয়েছেন। যদিও সে পোস্টটি দ্রুতই মুছে দিয়েছে, তবুও ক্লাবের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। কেনেডির ব্যবহার পুরো ক্লাবকে প্রতিনিধিত্ব করে না। চীনের প্রতি আমাদের অনেক সম্মান আছে। এই ম্যাচ দুই দেশের ফুটবল সংস্কৃতিকে এক বিন্দুতে মেলানোর জন্যই আয়োজন করা হয়েছে। আশা করি ওই ঘটনায় এই সম্পর্ক নষ্ট হবে না।”

    এদিকে নিজের ওই কাণ্ডের জন্য ক্ষমা চেয়েছেন কেনেডিও, “আমি ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে চাইনি। ওটা স্রেফ মজা করেই পোস্ট করেছিলাম। সবার কাছে ক্ষমা চাইছি।”