বিশ্বরেকর্ড গড়ে সিটিতে মেন্দি
গত মৌসুমে জন স্টোনসকে দলে ভেড়াতে বিশ্বরেকর্ড গড়তে হয়েছিল ম্যানচেস্টার সিটিকে। আজকের আগ পর্যন্তও স্টোনসই ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার। এক বছরের মাথায়ই আবারও হাত বদল হল সেই রেকর্ড। বেঞ্জামিন মেন্দিকে কিনতে এবার ৫৭.৭ মিলিয়ন ইউরো খরচ করল সিটিজেনরা। ২৩ বছর বয়সী ফ্রেঞ্চ লেফটব্যাকই এখন সবচেয়ে দামী ডিফেন্ডার।
মোনাকোকে গত মৌসুমে লিগ জেতানো মেন্দির জন্য অনেকদিন ধরেই আগ্রহ দেখিয়ে আসছিল ম্যান সিটি। গত সপ্তাহে কাইল ওয়াকার ও চলতি সপ্তাহে দানিলোকে দলে ভিড়িয়ে দলে রাইটব্যাকের অভাবটা পুষিয়ে নিয়েছিলেন গার্দিওলা। লেফটব্যাক পজিশনের জন্য গার্দিওলার প্রথম পছন্দ ছিলেন মেন্দিই।
নতুন এই লেফটব্যাককে দলে ভেড়ানোর পর এখন পর্যন্ত দলবদলের বাজারে গার্দিওলার খরচ পার গেছে ২০০ মিলিয়ন ইউরোর কোটাও। শুধুমাত্র ফুলব্যাকের পেছনেই ১০০ মিলিয়নের বেশি খরচ করেছেন স্প্যানিশ এই ম্যানেজার।
গত মৌসুমে অলিম্পিক মার্শেই থেকে মোনাকোতে যোগ দেন মেন্দি। ফ্রেঞ্চ লিগ ও চ্যাম্পিয়নস লিগে দারুণ খেলে প্রথম মৌসুমেই নিজেকে পরিণত করেন বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজনে।