'আর্সেনাল আমার সাথে প্রতারণা করেছে'
গত মৌসুমে মাত্র ১১ বার মাঠে নামার সুযোগ পেলেও কিছু বলেননি। প্রাক মৌসুমে চীন সফরে দলে না থাকলেও চুপ ছিলেন। কিন্তু এবার লুকাস পেরেজের ধৈর্যের বাঁধটা বোধহয় ভেঙ্গেই গেলো। আর্সেনালের ৯ নম্বর জার্সি আলেকজান্দ্রে লাকাজেতেকে দেওয়ায় ভীষণ চটেছেন পেরেজ। পেরেজের মতে, আর্সেনাল তাঁর সাথে ‘প্রতারণা’ করেছে।
পেরেজ বলছেন, ওয়েঙ্গার তাঁর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি, “নিজেকে প্রতারিত মনে হচ্ছে। গত ফেব্রুয়ারিতেই আমি ক্লাব ছাড়তে চেয়েছিলাম। কিন্তু তখন বলা হয়েছিল সামনে আমাকে আরও বেশি ম্যাচে নামানো হবে। সেটা হয়নি, চীন সফরেও আমি নেই। সবকিছু সহ্য করেছি। তবে জার্সির এই ব্যাপারটা কিছুতেই মানতে পারছি না। আমাকে কিছু না জানিয়েই লাকাজেতেতে ৯ নম্বর জার্সি দিয়ে দেওয়া হলো। সে একবার বলেছিল মাত্র, আর তাতেই ওয়েঙ্গার রাজি হয়ে গেলেন!”
সুখী হওয়ার জন্য স্পেনেই ফিরতে চান পেরেজ, “দেপোর্তিভোতেই আমি সবচেয়ে সুখে ছিলাম। সেখানে আমার পরিবার, বন্ধুরা ছিল। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ আছে আমার সামনে, আগামী বিশ্বকাপেও খেলতে পারি। কিন্তু এজন্য তো আগে আমাকে ‘সুখী’ হতে হবে তাইনা? আর্সেনাল আমার সাথে একেবারেই ভালো ব্যবহার করছে না। জার্সি কেড়ে নেওয়াটা চূড়ান্ত ব্যাপার ছিল। এখানে আমি নিজের সবটুকু দিয়েও বিনিময়ে কিছুই পাইনি। আমি আর নিতে পারছি না এসব, আমি ক্লাব ছাড়তে চাই এবং দেপোর্তিভোতে ফিরে সুখী হতে চাই।”