ওয়েস্টহামে এলেন চিচারিতো
ওয়েস্টহামে চিচারিতো
আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরলেন মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজ। 'চিচারিতো' নামেই ফুটবল সমর্থকদের কাছে বেশি পরিচিত তিনি। এর আগে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডেও। এরপর গত তিন মৌসুম জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেরনের হয়ে খেলার পর এবার যোগ দিলেন ওয়েস্টহামে।হার্নান্দেজকে কিনতে প্রায় ১৯ মিলিয়ন ইউরো খরচ হয়েছে ইংলিশ ক্লাবটির।
২০১০-২০১৫ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে কাটানো সময়ে ১৫৬ ম্যাচে ৫৯ গোল করেছিলেন এই স্ট্রাইকার। এরপর এক মৌসুম রিয়াল মাদ্রিদের হয়ে ধারেও খেলেছেন। সবঠিক থাকলে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই আবারও ওল্ড ট্রাফোর্ডে ফিরছেন তিনি। ১৩ তারিখ ম্যানচেস্টার ইউনাইটেড-ওয়েস্টহামের ম্যাচ দিয়েই নতুন মৌসুম শুরু হবে এই দুই দলের।
সিগুর্ডসনের জন্য জন্য ৫৭ মিলিয়ন চাইছে সোয়ানসি!
গিলফি সিগুর্ডসনকে নিজেদের দলে নিতে অনেকদিন ধরেই আগ্রহী এভারটন। তবে আইসল্যান্ডের এই মিডফিল্ডারের জন্য সোয়ানসি সিটির দাবি ৫৭ মিলিয়ন ইউরো! স্কাই স্পোর্টসের সূত্রমতে এরই মাঝে একবার বিফল হয়েছে এভারটন। সিগুর্ডসনের জন্য ৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে সোয়ানসি!
রোমাকে লেস্টারের 'না'!
ডেইলি মেইলের সূত্রের বরাত দিয়ে ইংলিশ গণমাধ্যম দাবি করছে লেস্টার সিটির মিডফিল্ডার রিয়াদ মাহরেজের জন্য ৩৪ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে রোমা। তবে লেস্টার সিটিও এই দামে ছাড়তে নারাজ এই আলজেরিয়ানকে। তাই রোমার প্রস্তাব নাকচই হয়ে গেছে। মাহরেজের জন্য ৫৭ মিলিয়ন ইউরো চাইছে লেস্টার।
ম্যানচেস্টার ইউনাইটেডে রেনাটো সানচেজ?
আরতুরো ভিদালের দলবদলের সম্ভাবনা নাকচ করে দিলেও রেনাটো সানচেজের ব্যাপারে নিশ্চয়তা দেননি কার্লো আনচেলত্তি। গতকাল সংবাদ সম্মেলনেই জানিয়েছিলেন এসব। এর একদিনের মাথায়ই ইন্ডিপেন্ডেন্ট দাবি করছে রেনাটো সানচেজের জন্য আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন ম্যানেজার বলছেন ইউনাইটেডই হতে পারে সানচেজের নতুন ঠিকানা!