স্পার্সের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন কন্তে
গত মৌসুমে চেলসির পেছনে দ্বিতীয় হয়ে শেষ করেছিল টটেনহাম। তবুও নতুন মৌসুম সামনে রেখে স্পার্সের কড়া সমালোচনাই করলেন চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে। প্রশ্ন তুলেছেন তাঁদের উচ্চাকাঙ্ক্ষা নিয়েও। স্পার্স প্রিমিয়ার লিগ জিততে না পারলেও সেটা তেমন কোনো বড় ঘটনা হবে না বলেও মনে করছেন তিনি।
গতবার চেলসির চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে শেষ করেছিল স্পার্স। চ্যাম্পিয়নস লিগে খেললেও বাদ পড়তে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। পরে ইউরোপা লিগেও সুবিধা করতে পারেনি তারা। নতুন মৌসুম সামনে রেখে এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব খরচ করে ফেলেছে প্রায় এক হাজার ইউরো! কিন্তু তাতে কোনো অবদান নেই স্পার্সের। এখনও কাউকে দলে ভেড়ায়নি স্পার্স। উল্টো কাইল ওয়াকারকে বিক্রি করে দিয়েছে ম্যান সিটির কাছে। দলবদলের বাজারে নগর প্রতিদ্বন্দ্বীদের নিষ্ক্রিয় থাকাটাই নিজের কথার পক্ষে যুক্তি হিসেবে দাঁড় করাচ্ছেন চেলসি ম্যানেজার।
"সব ক্লাবেরই উচিত নিজেদের লক্ষ্য ঠিক করা। আপনি যদি লিগ জিততে চান বা চ্যাম্পিয়নস লিগে প্রতিদ্বন্দ্বীতা করতে চান তাহলে আপনাকে অবশ্যই দলের সক্ষমতা বাড়াতে হবে। টাকা খরচ করতে হবে নতুন বড় খেলোয়াড়দের জন্য। তা না হলে আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যেতে হবে, উন্নতি হবে না"।
"আমার প্রশ্ন হচ্ছে স্পার্সের লক্ষ্যটা আসলে কী?"
একারণেই আন্তোনিও কন্তে দাবি করছেন স্পার্স শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ জিততে না পারলে সেটা অবাক করা ঘটনা হবে না।
"স্পার্স লিগ না জিতলে সেটা দুঃখজনক কিছু হবে না। তারা যদি চ্যাম্পিয়নস লিগে না খেলতে পারে সেটা দুঃখজনক নয়। যদি প্রথম রাউন্ডেই বাদ পড়ে সেটাও না। যদি ইউরোপা লিগের প্রথম ম্যাচ খেলেই বাদ পড়ে সেটাও কোনো বড় ঘটনা না"।
"তবে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি কিংবা লিভারপুলও হতে পারে। এসব ক্লাব যদি লিগ না যেতে, চ্যাম্পিয়নস লিগে ভালো না করে সেটা হবে দুঃখজনক ঘটনা"।
চেলসি ম্যানেজার তাঁর ক্লাবের কড়া সমালোচনা করলেও স্পার্স চেয়ারম্যান লেভি অবশ্য গেল সপ্তাহেই নিজেদের সিদ্ধান্তের পক্ষেই কথা বলেছেন। বিশাল খরচ করে শিরোপা জিততে চায় যারা তাঁদের সমালোচনা করেছিলেন তিনি। তবে গত কয়েক মৌসুমে টটেনহামের দলবদল বিশ্লেষণ করলে দেখা যায় মৌসুমের শেষ দিকেই বেশি সক্রিয় থাকে নর্থ লন্ডনের ক্লাবটি। এবারও কি তেমন কিছুই হবে? নাকি কন্তের কথাগুলোই প্রভাবক হিসেবে কাজ করবে?