আরও একজন ডিফেন্ডার কিনতে চান গার্দিওলা!
আরও একজন ডিফেন্ডার চান গার্দিওলা!
দলবদলের মৌসুমে এরই মাঝে ২০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে গেছে পেপ গার্দিওলার খরচ! যার ভেতর ডিফেন্ডারদের পেছনেই ১৩০ মিলিয়নের বেশি খরচ করেছেন তিনি। কিন্তু তাতেও সন্তুষ্ট মনে হচ্ছে না ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ম্যানেজারকে। বিবিসি বলছে দলে আরও একজন ডিফেন্ডার ভেড়াতে চান গার্দিওলা।
গত দুই সপ্তাহে তিনজন ফুলব্যাক দলে ভেড়ানোর পর এবার সেন্টারব্যাকের দিকে মনোযোগ দিয়েছেন সিটি ম্যানেজার। ভিনসেন্ট কোম্পানি, জন স্টোনস, নিকোলাস অটামেন্ডিরা থাকলেও দলবদলের মৌসুম শেষের আগেই আরও একজন সেন্টারব্যাক কেনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
অ্যালেক্স সান্দ্রোর জন্য বিশ্বরেকর্ড গড়বে চেলসি?
জুভেন্টাস লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোর চেলসিতে যোগ দেয়ার গুজব শোনা যাচ্ছে অনেকদিন ধরেই। কিন্তু লিওনার্দো বনুচ্চি, দানি আলভেজদের ছাড়ার পর নতুন করে আর কোনো ডিফেন্ডার ছাড়তে চাইছে না ইতালিয়ান ক্লাবটি। তাঁদের রাজি করাতেই বিশ্বরেকর্ড গড়তেও প্রস্তুত চেলসি। এমনটা বলছে দ্যা সান। সান্দ্রোর জন্য প্রায় ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতেও প্রস্তুত আন্তোনিও কন্তে। চুক্তি হয়ে গেলে সান্দ্রোই হবেন বিশ্বের সবচেয়ে দামী ডিফেন্ডার।
অনিশ্চিত সানচেজের মিলান যাত্রা
কার্লো আনচেলত্তির পর বায়ার্ন সভাপতি কার্ল হেইঞ্জ রুমিনেগও নিশ্চিত করেছেন রেনাটো সানচেজকে ছাড়তে প্রস্তুত তারা। পর্তুগিজ মিডফিল্ডার কয়েকদিন আগেই এসি মিলানে যাওয়ার সম্ভাব্যতা নিয়ে কথা বলেছিলেন। মিলানও প্রস্তুত ছিল ১৯ বছর বয়সী ফুটবলারকে দলে নিতে। কিন্তু এসি মিলান সভাপতি মার্কো ফাসোনে সানচেজের জন্য বায়ার্নের দাবি করা দামকে অনেক বেশি বলে জানিয়েছেন।
তবে ডিয়েগো কস্তাকে চেলসি থেকে মিলানে নিয়ে আসার ব্যাপারে কাজ এগিয়েছে বলেই জানাচ্ছেন তিনি। এরই মাঝে চেলসির সাথে যোগাযোগ করেছে মিলান। এমনটাই বলেছেন ফাসোনে।
মাহরেজের আশা হারাচ্ছে না রোমা
রিয়াদ মাহরেজের জন্য ৪০ মিলিয়ন ইউরো দাবি করছে লেস্টার সিটি। রোমা প্রথমে ৩০ মিলিয়ন ইউরো প্রস্তাব করলেও নাকচ হয়ে গেছে সেটা। কিন্তু আলজেরিয়ান মিডফিল্ডারের দিকে মনোযোগ কমাচ্ছে না ইতালিয়ান ক্লাবটি। পুরোনো বিডের সাথে আরও ৫ মিলিয়ন ইউরোসহ বোনাস যোগ করে নতুন প্রস্তাব পাঠাচ্ছে তারা। জিয়ানলুকা ডি মার্জিও জানাচ্ছেন এমনটাই।
স্কাই স্পোর্টসের ইতালিয়ান সংবাদদাতা আরও জানাচ্ছেন প্রিমিয়ার লিগের কোনো দল মাহরেজকে কিনতে চাইলে তাঁদের কাছে ৫০ মিলিয়ন ইউরো দাবি করছে লেস্টার। এত দাম দিয়ে মাহরেজকে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের কেনার সম্ভাবনা কমই দেখছেন তিনি। তাই রোমা ব্যর্থ হলে আরও এক মৌসুম কিং পাওয়ার স্টেডিয়ামেই থাকতে হতে পারে মাহরেজকে।
ক্লপের দুঃখ!
ডেইলি মিরর জানাচ্ছে লাইপজিগ মিডফিল্ডার নাবি কেইতাকে দলে ভেড়ানোর চেষ্টায় আরও একবার ব্যর্থ হয়েছে ইয়ুর্গেন ক্লপ। গিনিয়ান মিডফিল্ডারকে ছাড়তে রাজি নয় তাঁর বর্তমান ক্লাব। অন্যদিকে ভেস্তে যেতে বসেছে সাউদাম্পটন স্ট্রাইকার ভিরজিল ভ্যান ডাইককে লিভারপুলে ভেড়ানোর সম্ভাবনাও। টেলিগ্রাফ বলছে ডাইককে আবারও দলে ফেরানোর চেষ্টা করছে সাউদাম্পটন।
পেরিসিচকে ছাড়ছেন না স্পেলেত্তি
ইভান পেরিসিচের দলবদল নিয়ে নাটকের শেষ বোধ হয় এটাই! ইন্টার ম্যানেজার লুসিয়ানো স্পেলেত্তি জানিয়েছেন গত এক সপ্তাহে পেরিসিচের ব্যাপারে যোগাযোগ করেনি কোনো ক্লাব। পেরিসিচের ক্লাব ছাড়ার সম্ভাবনার শেষটা দেখছেন তিনি এখানেই। সময় যতো যাবে অন্য ক্লাবের পেরিসিচকে কেনা ততো কঠিন হয়ে পড়বে বলেই জানিয়েছেন স্পেলেত্তি।
রস বার্কলি টটেনহামে?
রোনাল্ড কোমান কয়েকদিন আগেই নিশ্চিত করেছেন রস বার্কলির এভারটন ছাড়ার সংবাদ। ইংলিশ মিডফিল্ডারের ব্যাপারে অনেকদিন ধরেই টটেনহামের আগ্রহের কথা শোনা যাচ্ছিল। মারুসিও পচেত্তিনোও মনে করেন রস বার্কলির নতুন ঠিকানা হতে পারে স্পার্সেই। পচেত্তিনো তাঁকে একজন সেন্ট্রাল মিডফিল্ডারে পরিণত করতে চান বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।