ম্যান ইউনাইটেডে মাতিচ?
ম্যান ইউনাইটেডে মাতিচ?
নেমানিয়া মাতিচের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়াটা এখন সময়ের ব্যাপারই মনে হচ্ছে। স্কাই স্পোর্টস বলছে সামনের কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণাও চলে আসবে। একই সূত্র ধারণা করছে সার্বিয়ান মিডফিল্ডারকে ওল্ড ট্রাফোর্ডে আনতে প্রায় ৪৫ মিলিয়ন ইউরো খরচ হতে পারে ইউনাইটেডের।
২০১৪ সালে দ্বিতীয় দফায় চেলসিতে যোগ দেয়ার পর হোসে মরিনহোর অধীনেই লিগ জিতেছিলেন মাতিচ। গত মৌসুমে আন্তোনিও কন্তের চেলসির হয়ে লিগ জিতেছেন আরও একবার। এরপর দলবদলের মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল মাতিচকে চাইছেন মরিনহো। সার্বিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারকে পেতে আগ্রহী ক্লাবের তালিকায় ছিল জুভেন্টাসের নামও। তবে স্কাই ইতালিয়া বলছে মাতিচকে নেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে এখন সেভিয়ার এনজঞ্জির দিকে নজর গেছে জুভেন্টাসের। তাই মাতিচের সম্ভাব্য নতুন ক্লাব হতে যাচ্ছে ইউনাইটেডই। ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রেনিং কিট পরা অবস্থায় মাতিচের একটি ছবি টুইটারে ছড়িয়ে পড়ার পর গুঞ্জন এখন সত্যি হওয়ার পথে!
নেইমারের সর্বশেষ
নেইমারকে ২২০ মিলিয়ন ইউরো দিয়ে পিএসজি কিনে নিলে এর বিরুদ্ধে মামলা করার করার হুমকি দিয়েছেন লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস। তাঁর মতে নেইমারকে পিএসজি দলে ভেড়ালে সেটা হবে ইউয়েফার এফএফপি নিয়মের বহির্ভূত। এ ব্যাপারে যদি ইউয়েফা পদক্ষেপ না নিলে সেক্ষেত্রে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ডের কোর্টের সরণাপন্ন হবেন তিনি।
বায়ার্নে যোগ দেয়ার গুজব উড়িয়ে দিলেন গোরেতযকা
শালকে মিডফিল্ডার লিওন গোরেতযকার বায়ার্নে মিউনিখে যোগ দেয়ার খবর কাল প্রকাশিত হয়েছিল জার্মান গণমাধ্যমে। খবরে বলা হয়েছিল বায়ার্নে যোগ দিলেও পরের বছর পর্যন্ত ধারেই শালকেতে থাকবেন ২২ বছর বয়সী মিডফিল্ডার।
কিন্তু আজ গোরেতযকা নিজেই নাকচ করে দিয়েছেন এমন গুবজ। বায়ার্ন মিউনিখের সাথে তাঁর কোন চুক্তি হয়নি বলেই জানিয়েছেন তিনি।
কুতিনহোর জায়গায় পুলিসিচ?
কুতিনহো বার্সায় যোগ দিলে তাঁর জায়গায় বরুশিয়া ডর্টমুন্ডের ক্রিশ্চিয়ান পুলিসিচকে আনার কথা ভাবছেন ইয়ুর্গেন ক্লপ। ১৮ বছর বয়সী যুক্ত্ররাষ্ট্রের এই মিডফিল্ডারের ব্যাপারে লিভারপুলের আগ্রহের কথা জানিয়ে রিপোর্ট করেছে ডেইলি সান। তারা আরও দাবি করেছে কুতিনহো বার্সায় যাওয়ার জন্য লিভারপুল কোচ ক্লপের কাছে অনুমতি চাইবেন।
কুতিনহো নন গ্রিজমান
মার্কা জানাচ্ছে নেইমার ক্লাব ছাড়লে তাঁর জায়গায় বার্সার প্রথম পছন্দ আন্তোয়ান গ্রিজমান।
ভারমালেনকে নিতে চায় ওয়েস্টব্রম
থমাস ভারমালেনকে বার্সেলোনা থেকে কিনতে চাইছে ওয়েস্টব্রম। স্কাই স্পোর্টস ছেপেছে এমন খবর। ২০১৪ সালে বার্সায় যোগ দেয়ার পর ডাচ ডিফেন্ডারের বেশিরভাগ সময় কেটেছে ইনজুরি আক্রান্ত হয়ে সাইডবেঞ্চে বসেই। গত মৌসুমে রোমার হয়ে ধারে খেলার সময়ও সে অবস্থার তেমন উন্নতি না হওয়ায় সাবেক আর্সেনাল ডিফেন্ডারকে বিক্রি করতে চাইছে বার্সা। তার ব্যাপারে আগ্রহী ক্লাবের তালিকায় ওয়েস্টব্রমের আগে ক্রিস্টাল প্যালেসেরও নাম শোনা গিয়েছিল।