• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ম্যান ইউনাইটেডে মাতিচ

    ম্যান ইউনাইটেডে মাতিচ    

    ইউনাইটেডে মাতিচ  

    গতকালই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল নেমানিয়া মাতিচের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার খবর। আজই আনুষ্ঠানিক ঘোষণাও এল। সার্বিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার যোগ দিয়েছেন পুরোনো ম্যানেজার হোসে মরিনহোর দলে। স্কাই স্পোর্টস বলছে মাতিচকে কিনতে ৪৫ মিলিয়ন ইউরো খরচ হয়েছে ইউনাইটেডের। 


    পুরোনো কোচের অধীনে আবারও খেলার সুযোগ হাতছাড়া না করতেই ম্যান ইউনাইটেডে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন মাতিচ নিজেও। নতুন ক্লাবে বাস্তিয়ান শোয়েনস্টেইগারের রেখে যাওয়া ৩১ নম্বর জার্সি পরে খেলার কথা রয়েছে এই সার্বিয়ানের। 

    কুতিনহোকে ছাড়ছেন না ক্লপ

    সংবাদ সম্মেলনে পরিষ্কার করেই আজ ইয়ুর্গেন ক্লপ জানিয়ে দিয়েছেন কুতিনহো কোথাও যাচ্ছেন না। লিভারপুলেই থাকছেন এই মৌসুমে। ব্রাজিলিয়ানের ব্যাপারে বার্সেলোনার আগ্রহের গুঞ্জন ক্রমেই বাড়তে থাকায় জার্মান কোচকে নিজ থেকেই লিভারপুলের অবস্থান জানালেন আজ।

    সানচেজকে ধারে নিতে চায় চেলসি 

    রেনাটো সানচেজকে বায়ার্ন মিউনিখ থেকে একবছরের জন্য ধারে নিজেদের করে নিতে চায় চেলসি। এমনটা বলছে কোরিয়েরে দেল্ল স্পোর্ট। এর আগে সানচেজের ব্যাপারে এসি মিলানের কথা শোনা গিয়েছিল। কিন্তু মিলান সভাপতি নিজেই জানিয়েছেন সানচেজের জন্য বেশি দাম চাইছে বায়ার্ন।

    নেইমারকে নিয়ে আশাবাদী পিএসজি

    নেইমারকে বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে আনার ব্যাপারে বেশ আশাবাদীই মনে হচ্ছে সভাপতি নাসের আল খেলাইফিকে। ব্রাজিলিয়ানের দলবদলের ব্যাপারে উন্নতি হয়েছে বলেও জানাইয়িছেন তিনি। "নেইমারের ব্যাপারে উন্নতি হচ্ছে। আমার বিশ্বাস আমরা তাকে পিএসজিতে নিয়ে আসতে পারব।"- খেলাইফি। 

    ইউনাইটেডেই থাকছেন ফেলাইনি

    মাতিচকে দলে আনার পর ম্যান ইউনাইটেডে ফেলাইনির অবস্থান নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছিল সমর্থকদের মাঝেই। এরই মধ্যে গুঞ্জন রটেছিল তার্কিশ ক্লাব গ্যালাতাসারেই তাঁকে দলে নেয়ার ব্যাপারে অনেক দূর এগিয়েছে। কিন্তু হোসে মরিনহো নিশ্চিত করেছেন ফেলাইনি ইউনাইটেডেই থাকছেন। মাতিচকে দলে আনার সাথে দলে ফেলাইনির জায়গা নিয়ে শংকার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।