• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    'লক্ষ্য ঠিক না করে আমরা খেলতে নামি না'

    'লক্ষ্য ঠিক না করে আমরা খেলতে নামি না'    

    প্রিমিয়ার লিগ যুগে এখনও শিরোপা ঘরে তোলা হয়নি লিভারপুলের। ২৭ বছরের শিরোপা খরা কাটানোর খুব কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয়েছে কয়েক বছর আগে। লম্বা এই সময়ে দলের ম্যানেজারও বদল হয়েছে বহুবার। কেউই পারেননি লিভারপুলকে কাঙ্ক্ষিত লিগ শিরোপা এনে দিতে। 



    ইয়ুর্গেন ক্লপ ম্যানেজার হয়ে আসার পর নতুন আশায় বুক বেঁধেছিলেন লিভারপুল সমর্থকেরা। মাঝামাঝি সময়ে যোগ দিয়ে ২০১৫/১৬ মৌসুমে তেমন কিছু করতে পারেননি। গত মৌসুমে তাই ক্লপের কাছে বড় আশাই করেছিলেন সমর্থকেরা।  শুরুটাও করেছিলেন দারুণ। কিন্তু জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস মিলিয়ে মাত্র একবার জয়ের দেখা পাওয়ায় মৌসুমের মাঝ পথেই আরও একবার শিরোপা জয়ের স্বপ্ন মিলিয়ে যায় লিভারপুলের। শীর্ষে থাকা চেলসির চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ হয়ে শেষ করতে হয় ক্লপের দলকে। 

    আগের মৌসুমের ঘটনাকে 'দুর্ভাগ্য' বলে সেখান থেকে এবার ফিরে আসতে চাইছেন কপদের জার্মান কোচ। নতুন মৌসুমের লক্ষ্য প্রিমিয়ার লিগ শিরোপা জয়। এমনটাও জানিয়েছেন তিনি। "আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই খেলব। লক্ষ্য ঠিক না করে আমরা খেলতে নামি না।"

    "আমাদের নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে। গত মৌসুমেও আমরা শীর্ষ হওয়ার জন্যই খেলেছি। কিন্তু চার নম্বরে শেষ করতে হয়েছিল আমাদের। এটা একটা দুর্ভাগ্য ছিল। আমার মনে হয় এবার আমাদের একটা ভালো দল তৈরি হয়েছে। আশা করি আমরা আগের বারের চেয়ে ভালো খেলতে পারব। আমাদের পরিশ্রম করতে হবে। সেটাই করছি আমরা"। 

    আজ বায়ার্ন মিউনিখের সাথে অ্যালিয়াঞ্জ অ্যারিনায় প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের আগে এসব জানিয়েছেন লিভারপুল ম্যানেজার ক্লপ। কুতিনহোর ব্যাপারে বার্সেলোনার আগ্রহ থাকলেও ব্রাজিলিয়ানকে কোনোভাবেই  ছাড়বেন না বলেও জানিয়েছিলেন গতকাল।