• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সেভিয়াতে ফিরলেন নাভাস

    সেভিয়াতে ফিরলেন নাভাস    

    সেভিয়াতে নাভাস

    ইংল্যান্ডে চার মৌসুম কাটিয়ে আবারও শৈশবের ক্লাবে ফিরে গেলেন হেসুস নাভাস। ম্যান সিটিতে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নাভাসের নতুন ক্লাবে যোগ দেয়াটা নিশ্চিতই ছিল। ৩১ বছর বয়সী উইঙ্গার বেছে নিলেন পুরোনো ক্লাবকেই। 

    চীন থেকে বার্সেলোনায় যাচ্ছেন নেইমার 

    চায়নায় বানিজ্যিক সফর শেষে আবারও কাতালুনিয়ায় ফিরছেন নেইমার। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে দুবাই এয়ারপোর্ট থেকে ছবি পোস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। ইএসপিএন বলছে ভালভার্দের ট্রেনিংয়ে যোগ দিতেই বার্সেলোনায় যাচ্ছেন নেইমার। 

    অন্যদিকে মার্কা বলছে নেইমারকে প্যারিসে আনার অনুষ্ঠানিকতা নিয়েও ভাবতে শুরু করে দিয়েছে পিএসজি। নেইমার নাটকের শেষটা তাই এখনও আন্দাজ করা যাচ্ছে না!     

    ডিয়েগো কস্তার ব্যাপারে সিমিওনের ইঙ্গিত 

    ম্যানেজার আন্তোনিও কন্তের সাথে তার শীতল সম্পর্কের কথা সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে আগেই। আলভারো মোরাতাকে দলে নেয়ার পর কস্তার ক্লাব ছাড়া নিয়েও তাই শুরু হয়েছে জোর গুঞ্জন। তার ব্যাপারে এসি মিলানের কথা শোনা গেলেও এখনও নিশ্চিতভাবে জানা যায়নি কিছুই।

    স্কাই স্পোর্টস বলছে ডিয়েগো কস্তা ফিরে যেতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদে। জানুয়ারি পর্যন্ত নতুন খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা থাকায় এখনই স্প্যানিশ স্ট্রাইকারকে নেয়ার সম্ভাবনা নেই অ্যাটলেটকোর। কিন্তু ম্যানেজার ডিয়েগো ম্যানেজার বলেছেন, জানুয়ারিতে কস্তার সাথে চুক্তি হলেও হতে পারে তার ক্লাবের! 

    মাতিচের জায়গায় ড্রিংকওয়াটার?

    মাতিচের জায়গায় নতুন একজন মিডফিল্ডার খুঁজছেন আন্তোনিও কন্তে। এমনটা দাবি করছে স্কাই স্পোর্টস। বায়ার্ন মিউনিখ থেকে রেনাটো সানচেজকে ধারে নেয়ার কথাও শোনা গিয়েছিল এর আগে। কিন্তু কন্তের পছন্দের তালিকায় আছেন অন্য আরেকজনও। লেস্টার সিটির ড্যানি ড্রিংকওয়াটার।

    ফার্নান্দোকে নিতে প্রস্তুত গ্যালাতাসারেই 

    ম্যান সিটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দোর নতুন ঠিকানা হতে পারে তার্কিশ ক্লাব গ্যালাতাসারেই। পেপ গার্দিওলার অধীনে দলে জায়গা হারানোর পর এই মিডফিল্ডারের বিদায় একরকম নিশ্চিতই ছিল। বিবিসি বলছে ফার্নান্দোর গ্যালাতাসারেইতে যাওয়াটা সময়েরই ব্যাপার। 

    ইউনাইটেডে সার্জি অরিয়ের?

    পিএসজি থেকে ডিফেন্ডার সার্জি অরিয়েরকে ইউনাইটেডে আনতে চাইছেন মরিনহো। লুকাকুর সাথে চুক্তির পর আরও নতুন দুজন খেলোয়াড়কে দলে ভেড়াতে চান বলে জানিয়েছেন তিনি। গতকাল নিশ্চিত হয়েছে মাতিচের সাইনিং। এরপর আজ ডেইলি সান বলছে ইউনাইটেডে যোগ দেয়ার ব্যাপারে অরিয়েরের কাছ থেকেও সবুজ সংকেত পেয়েছেন মরিনহো।  


    আন্দ্রে গোমেজকে বিক্রি করতে পারে বার্সা

    এক মৌসুম পরই আন্দ্রে গোমেজকে বিক্রি করে দিতে পারে বার্সেলোনা। এমনটা বলছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। ২৪ বছর বয়সী মিডফিল্ডার গত মৌসুমে যোগ দেয়ার পর দলে নিয়মিত জায়গা করে নিতে হিমশিম খেয়েছেন।

    লেস্টার সিটিতে ইহেনাচো

    ম্যানচেস্টার সিটি থেকে লেস্টার সিটিতে যোগ দিচ্ছেন স্ট্রাইকার ইহেনাচো। আজ মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে তার।