• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    'আমি কোনো অন্যায় করিনি'

    'আমি কোনো অন্যায় করিনি'    

    অবশেষে শেষ হয়েছে জল্পনা কল্পনার, নেইমার আনুষ্ঠানিকভাবে হয়েছেন পিএসজির। সেটাও বিশ্বরেকর্ড গড়ে, হচ্ছেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়ও। প্যারিসে পাড়ি জমানোর পরও অবশ্য তীর্যক কথা কম শুনতে হচ্ছে না নেইমারকে। টাকার জন্যই পিএসজিতে এসেছেন, এমন অভিযোগও শুনতে হচ্ছে আড়েঠারে। অবশেষে প্রথম সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন নেইমার। সরাসরিই বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি।

    বার্সেলোনায় আসার পরেই নেইমার বলেছিলেন, রিয়াল মাদ্রিদের প্রস্তাব উপেক্ষা করেই তিনি এখানে এসেছেন। সেই বার্সা থেকেই এবার যখন পিএসজিতে চলে যাচ্ছেন, সেটা তুলে দিচ্ছে অনেক প্রশ্নের। নেইমার স্পষ্ট করেই বললেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমি খুবই দুঃখিত বার্সেলোনা সমর্থকেরা এমন কিছু মনে করলে। আমি কখনোই ভক্তদের অশ্রদ্ধা করিনি। প্রতিটি খেলোয়াড়েরই কোনো ক্লাবে থাকার বা যাওয়ার অধিকার আছে। আপনাকে থাকতে কেউ বাধ্য করতে পারবে না। যেতে চাইলে আপনি যেতে পারবেন- ব্যস! ’

    কিন্তু তাতে তো প্রশ্নটা আর থেমে থাকবে না। অনেক টাকার লোভ সামলাতে পারেননি এই ব্রাজিলিয়ান, এই ধারণায় বিশ্বাসী লোকের সংখ্যাও কম নেই। এবারও নেইমারের আত্মপক্ষ সমর্থন, ‘আমি এখানে ইতিহাস গড়তে এসেছি। এটাই একমাত্র কারণ। আমি নতুন চ্যালেঞ্জ চাই, ক্লাবের ইতিহাস নতুন করে লিখতে চাই। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবশ্যই চ্যাম্পিয়নস লিগ, তবে অন্য ট্রফিও আছে। টাকা কখনোই এখানে বড় ব্যাপার ছিল না। আমি নিজেকে সুখি হতে চাই, আমার পরিবারকে সুখী করতে চাই। আমি মনে করি এখানে আসলে সেটা হতে পারে। টাকার জন্যই হলে আমি অন্য কোথাও যেতে পারতাম।’

    নেইমারের একই কথা প্রতিধ্বনি পিএজসির কাতারি মালিক নাসের এল খেলাইফির কন্ঠেও, ‘আমি গ্যারান্টি দিতে পারি টাকার জন্য নেইমার এখানে আসেনি। শুধু টাকা হলে সে অন্য কোনো ক্লাবেও যেতে পারত। এখানে সে এসেছে চ্যালেঞ্জের জন্য, ট্রফি জেতার জন্য।’

    কিন্তু ফ্রেঞ্চ লিগে কি আদৌ সেই চ্যালেঞ্জ থাকবে? নেইমার মনে করছেন, সেই চ্যালেঞ্জটা সহজ হবে না, ‘অনেকেই ফ্রেঞ্চ লিগের সমালোচনা করছে। আমি এটা নিয়ে লিগের অনেক খেলোয়াড়ের সাথে কথা বলেছি। আমার মনে হয় না, এখানে কোনো সহজ ম্যাচ আছে।  আমি পিএসজিকে শ্রেষ্ঠ ক্লাবে পরিণত করতে চাই।’

    নেইমারের সেই চাওয়া কতটুকু পূরণ হবে, জানা যাবে সময় হলেই।