• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এবারও আর্সেনালের সাথে পারলেন না কন্তে

    এবারও আর্সেনালের সাথে পারলেন না কন্তে    

    টাইব্রেকারে চেলসিকে ৪-১ ব্যবধানে হারিয়ে মৌসুম শুরুর কমিউনিউটি শিল্ড জিতেছে আর্সেনাল। নির্ধারিত ৯০ মিনিট ১-১ এ শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ইংলিশ ফুটবলে প্রথমবারের মতো ‘এবিবিএ’ নিয়ম অনুসরণ করে টাইব্রেকারে অংশ নেয় দুই দল। আর্সেনাল তাদের সবকটি স্পটকিক থেকে গোল আদায় করে নিলেও চেলসির হয়ে ব্যর্থ হন কোর্তোয়া ও মোরাতা। এই নিয়ে গত চারবারই কমিউনিটি শিল্ডের শিরোপা গেল আগেরবারের এফএ কাপ জয়ী দলের কাছে।



    এফএ কাপ ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ভিক্টর মোসেস। আজ সেই ক্ষতিই খানিকটা পুষিয়ে দিয়েছিলেন গোল করে। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোসেসের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। মে মাসে আর্সেনালের কাছে এফএ কাপ ফাইনাল হারের পর আজও একইরকম হতাশা সঙ্গী হয়েছে আন্তোনিও কন্তের। 
    .
    ওয়েম্বলিতে ৮০ মিনিট পর্যন্তও ম্যাচে এগিয়ে ছিল চেলসি। কিন্তু এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পেদ্রো। দশ জনের পরিণত হয় চেলসি। পেদ্রোর করা ফাউলের ফ্রি কিক থেকেই সমতায় ফেরে আর্সেনাল। গ্রানিত শাকার ক্রস থেকে হেডে গোল করে গানারদের সমতায় ফেরান কোলাসিনাচ। বসনিয়ান ডিফেন্ডার অবশ্য শুরুর একাদশে ছিলেন না। ৩১ মিনিটে মার্তেসাকার ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে তার জায়গায় নেমেছিলেন তিনি।

    প্রথমার্ধে দাপটটা বেশি ছিল আর্সেনালেরই। সানচেজ, ওজিলরা ছিলেন না দলে। আক্রমণভাগে ওয়েলবেক, ইওবিদের সাথে শুরু করেছিলেন  লাকাজেত। আর্সেনালের রেকর্ড সাইনিং অবশ্য একটুর জন্য প্রথম ম্যাচে গোলের দেখা পাননি। ২২ মিনিটে তার নেয়া শট বারপোস্টে বাধা পেয়ে ফিরে আসে। প্রথম ৪৫ মিনিট চেলসি তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায়। ম্যাচে এগিয়ে থেকে চেলসি ম্যানেজার আন্তোনিও কন্তে মোরাতা, রুডিগারদের নামান। চেলসির নতুন খেলোয়াড়রা অবশ্য তেমন আকর্ষণ কাড়তে পারেননি এই ম্যাচে।

    অন্যদিকে এক গোলে পিছিয়ে থেকে পরে অলিভিয়ের জিরু ও থিও ওয়ালকটদের নামিয়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। তবে পেদ্রোর লাল কার্ডটাই ‘সৌভাগ্য’ হয়ে ধরা দিয়েছে আর্সেনাল ম্যানেজারের কাছে। এরপরই ঘুরে যায় ম্যাচের ভাগ্য।