• ফ্রেঞ্চ লিগ ওয়ান
  • " />

     

    এবার নেইমারের ভাগ চায় সান্তোসও

    এবার নেইমারের ভাগ চায় সান্তোসও    

    সব গুজবের অবসান ঘটিয়ে ক্লাব ছেড়েছেন। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা থেকে পিএসজিতে যাওয়া নেইমারের দলবদল নিয়ে সরগরম ছিল পুরো ফুটবল বিশ্ব। সেই রেশ কাটতে না কাটতেই নেইমার পুরনো ক্লাব সান্তোস দাবি করেছেন, বার্সেলোনার ওই ২২২ মিলিয়নে তাঁদেরও বড় হক আছে!

    ২০১৩ সালে সান্তোস থেকে বার্সায় এসেছিলেন নেইমার। নির্ধারিত চুক্তি শেষ হওয়ার আগেই অবশ্য রিলিজ ক্লজের পুরোটা দিয়ে নেইমারকে দলে ভিড়িয়েছে পিএসজি। সান্তোস বলছে,  চার বছর আগের বার্সার সাথে করা চুক্তি অনুযায়ী নেইমারের ট্রান্সফার ফির পাঁচ শতাংশ (৮.৯ মিলিয়ন) পাবে তাঁরা।

    শুধু তাই নয়, বার্সার সাথে নাকি সান্তোসের চুক্তি ছিল, সাও পাওলোতে বার্সা কিছু প্রীতি ম্যাচ খেলতে যাবে। কিন্তু মাত্র একটা ম্যাচই খেলেছে বার্সা, তাও সেটা ২০১৩ সালেই। বাকি ম্যাচ না খেলায় বাড়তি ৪.৫ মিলিয়নও দাবি করছে সান্তোস। বার্সাকে এই টাকা পরিশোধের জন্য চিঠিও পাঠানো হয়েছে বলেই জানায় ক্লাবটি।

     

     

    এদিকে চিঠি পেলেও সেটার কোনো সাড়া দেয়নি বার্সা। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, সান্তোস যে ৫ শতাংশ দাবি করছে, ওটা নেইমারের এই দলবদলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তাঁদের ভাষ্যমতে, নেইমার ‘ফ্রি এজেন্ট’ হয়ে গিয়েছিলেন, এরপর পিএসজি তাঁকে দলে নেয়। তাই ইউয়েফার ওসব নিয়ম এখানে তোলার প্রশ্নই ওঠে না।