• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বার্সায় যাচ্ছেন কুতিনহো?

    বার্সায় যাচ্ছেন কুতিনহো?    

    বার্সায় যাচ্ছেন কুতিনহো?

    ইএসপিএন বলছে কুতিনহোকে নেয়ার ব্যাপারে অনেক দূর এগিয়েছে বার্সেলোনা। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডারও আগ্রহ দেখাচ্ছেন স্পেনে পাড়ি জমাতে। নিজেদের সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানাচ্ছে কুতিনহো বার্সার ব্যাপারে আগ্রহ দেখানোর পরই লিভারপুল ছাড়তে রাজি হয়েছে তাকে। দুই ক্লাবের মধ্যে সমঝোতাটা হয়ে গেছে বলে দাবি করছে তারা। 

    কুতিনহোর দলবদলের সম্ভাব্য খরচ ৯০ মিলিয়ন বলে গুজব রয়েছে। বোনাসসহ সবমিলিয়ে বার্সার খরচ হতে পারে ১২০ মিলিয়ন ইউরো। 

    মাহরেজের জন্য ক্লাব রেকর্ড গড়তে চায় রোমা

    মাহরেজের জন্য এরই মাঝে দুবার প্রস্তাব দিয়েও খালি হাতে ফিরে আসতে হয়েছে রোমাকে। আজ রোমার স্পোর্টিং ডিরেক্টর নিজেই জানিয়েছেন এই কথা। তবে এখনও মাহরেজের আশা ছাড়তে নারাজ তিনি। আলজেরিয়ান উইঙ্গারের জন্য ক্লাব রেকর্ড গড়তেও প্রস্তুত তার ক্লাব। 

    " আমি খুশি যে ক্লাব তাকে দলে নেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার জন্য প্রায় ৩০ মিলিয়নের মতো প্রস্তাব দেয়া হয়েছে। আমার যতদূর মনে পড়ে এতো দাম দিয়ে এর আগে রোমা কখনও খেলোয়াড় ভেড়ায়নি।" - জানিয়েছেন রোমার স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি। 

    গুঞ্জন বলছে রোমার নতুন প্রস্তাব ৩১ মিলিয়ন ইউরোর। শেষ পর্যন্ত তাকে লেস্টার সিটি ছাড়তে রাজি হলে ক্লাব রেকর্ড গড়েই রোমায় যোগ দেবেন মাহরেজ। লেস্টারের কাছ থেকে এখন পর্যন্ত সবুজ সংকেত না মিললেও  মঞ্চি তার ব্যাপারে আশাবাদী বলেই মনে হচ্ছে। 

    ড্রিংকওয়াটারও চেলসিতে যেতে চাইছেন 

    ড্যানি ড্রিংকওয়াটারকে পেতে মাঠে নেমেছে চেলসি। ইংলিশ চ্যাম্পিয়নদের ডাকে সাড়াও দিয়েছেন ড্রিংকওয়াটার। এমনটা বলছে ডেইলি মেইল। 

    ভ্যান ডাইকের ক্লাব ছাড়ার আবেদন

    সাউদাম্পটন ডিফেন্ডার ভিরজিল ভ্যান ডাইকের ব্যাপারে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল লিভারপুলের নাম।  কিন্তু তাকে কিছুতেই ছাড়তে রাজি ছিল না বর্তমান ক্লাব সাউদাম্পটন।  ডাচ এই ডিফেন্ডার এবার  নিজে থেকেই ক্লাবের কাছে আবেদন করেছেন। সাউদাম্পটন ছাড়ার অনুমতি চেয়ে! 

    সার্জি রবার্তোকে নিয়ে দুই ইংলিশ ক্লাবের টানাটানি


    বার্সা মিডফিল্ডার সার্জি রবার্তোর জন্য ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন দাবি করছে ডেইলি মেইল। তবে তারা জানাচ্ছে নাকচ হয়ে গেছে ইউনাইটেডের সেই প্রস্তাব। এই সুযোগে চেলসিও চেষ্টা চালাচ্ছে সার্জি রবার্তোকে দলে পেতে। ডেইলি মেইলের সূত্রমতে, আরও বড় প্রস্তাব নিয়ে হাজির হবে তারা।