কুতিনহোকে নিয়ে বিভ্রাট
কুতিনহোকে নিয়ে বিভ্রাট
গতকাল ইএসপিএন জানিয়েছিল কুতিনহোকে নেয়ার দৌড়ে অনেক দূর এগিয়েছে বার্সেলোনা। কিন্তু দিন না ঘুরতেই এখন মনে হচ্ছে ব্রাজিলিয়ানের ব্যাপারে তেমন কোনো অগ্রগতিই হয়নি বার্সার! লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড বলেছেন "কুতিনহোকে নিজে থেকেই চেষ্টা চালাতে হবে যদি তিনি ক্লাব ছাড়তে চান। আর সেই চেষ্টাটা হবে যুদ্ধের মতোই"। লিভারপুলের যে কোনো মূল্যে কুতিনহোকে ধরে রাখার ইঙ্গিতই দিয়েছেন জেরার্ড।
টেলিগ্রাফের সূত্রও সুর মেলাচ্ছে জেরার্ডের কথার সাথে। বার্সা কুতিনহোর জন্য অযথাই সময় নষ্ট করছে বলে মন্তব্য করেছে তারা। গত কয়েকদিনে সংবাদমাধ্যমের বিভিন্ন বিবৃতিতে কুতিনহোকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতিটাই নেইমারের মতোই মনে হচ্ছে!
এখনই থামছে না পিএসজি
নেইমারকে বিশ্বরেকর্ড গড়ে ভেড়ানোর পর পিএসজির দলবদল মৌসুম শেষ ধরে নিয়েছিলেন? তবে ভুল করেছেন আপনি। এখনই থামছে না পিএসজি। নেইমারের পর এখন অ্যালেক্সিস সানচেজকে দলে নেয়ার চেষ্টায় নেমেছে প্যারিসের ক্লাবটি। আর্সেন ওয়েঙ্গার কয়েকবার সানচেজের ক্লাবে থাকার ব্যাপারে নিশ্চয়তা দিলেও ইন্ডিপেন্ডেন্ট বলছে চিলিয়ান ফরোয়ার্ডের উপর মনোযোগ হারায়নি পিএসজি। সানচেজের জন্য ৯০ মিলিয়ন ইউরো প্রস্তাব দিতে পারে রিপোর্ট করেছে তারা।
অন্যদিকে স্কাই স্পোর্টস বলছে কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে ব্যর্থ হতে পারে রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ স্ট্রাইকার যোগ দিতে চান পিএসজিতে।
কোথাও যাচ্ছেন না বেল
সুপার কাপের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মরিনহোর কথার সূত্র ধরে বেলের দলবদল নিয়ে গুঞ্জনের শুরু। তবে ম্যাচের পরই সেই গুঞ্জন আর খুব বেশি ডাল পালা মেলার সুযোগ পেল না। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ নিজেই জানিয়েছেন গ্যারেথ বেল থাকছেন রিয়াল মাদ্রিদেই।
ইউনাইটেডে ফিরবেন ইব্রাহিমোভিচ?
হোসে মরিনহোর বিভিন্ন সময়ে 'হ্যাঁ' সূচক মত দিয়েছেন ইব্রাহিমোভিচের সাথে নতুন চুক্তির ব্যাপারে। ইনজুরি আক্রান্ত হয়ে সুইডিশ স্ট্রাইকার এখন আছেন মাঠের বাইরে। কোনো ক্লাবের সাথেও নতুন করে চুক্তিবদ্ধ হননি। স্কাই স্পোর্টস বলছে ম্যানচেস্টার ইউনাইটেড এরই মাঝে ইব্রাহিমোভিচকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে।
রোমার সাথে যোগ দিয়েছে ইন্টারও
মাহরেজকে দলে নেয়ার জন্য অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছে রোমা। এবার সেই লড়াইয়ে যোগ দিয়েছে আরেক ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। আলজেরিয়ান মিডফিল্ডারের জন্য ৫০ মিলিয়ন ইউরো দাবি করছে লেস্টার সিটি!